t ২৭ ফেব্রুয়ারি বর্ধিত সভা ডেকেছে বিএনপি – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

২৭ ফেব্রুয়ারি বর্ধিত সভা ডেকেছে বিএনপি

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

আগামী ২৭ ফেব্রুয়ারি বর্ধিত সভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকালে এক জরুরি সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘আগামী ২৭ ফেব্রুয়ারি বর্ধিত সভা হবে। দলের নেতা-কর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে একসঙ্গে, এক জায়গায় বসে এই সভাটা করার। সেই প্রত্যাশা পূরণে এবং একটি মহাআন্দোলন শেষে আমরা এই বর্ধিত সভা করতে যাচ্ছি।’

এ সময় বর্ধিত সভা বাস্তবায়নে গঠিত কমিটির নেতৃত্বে অত্যন্ত সুচারুভাবে দলের বর্ধিত সভা সম্পন্ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।বর্ধিত সভা বাস্তবায়নে এক কমিটি ও ৬ উপকমিটি গঠন

বর্ধিত সভা উপলক্ষে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আহ্বায়ক করে ২৭ সদস্যের বাস্তবায়ন কমিটি ছাড়াও ৬টি উপকমিটি গঠন করা হয়েছে। উপকমিটিগুলো হলো- ব্যবস্থাপনা কমিটি, অভ্যর্থনা কমিটি, আপ্যায়ন কমিটি, শৃঙ্খলা কমিটি, মিডিয়া কমিটি ও চিকিৎসা সেবা কমিটি।

তবে বর্ধিত সভার ভেন্যু এখনো নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা কয়েকটি স্থান দেখছি, সেটি চূড়ান্ত হলে কয়েকদিনের মধ্যে তা জানানো হবে।’

দীর্ঘদিন বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়নি। বর্ধিত সভাটি কাউন্সিলের বিকল্প কিনা এমন প্রশ্নে রিজভী বলেন, বর্ধিত সভাটি কাউন্সিলের বিকল্প নয়। বর্ধিত সভা সবসময় হয়ে থাকে, ইতোপূর্বেও হয়েছে। যেকোনো আন্দোলনের শেষে, নির্বাচনের শেষে অথবা প্রারম্ভে একটা মতামত জানার জন্য বর্তমান তৃণমূল পর্যায়ে নেতা-কর্মীরা কী ভাবছেন, তৃণমূলের ভাবনা-চিন্তাগুলো জাতীয় নেতৃবৃন্দ শুনবেন, অবহিত হবেন এই কারণে বরাবরই বর্ধিত সভা হয়ে থাকে। সেই দৃষ্টান্তকে সামনে রেখে এই বর্ধিত সভা হতে যাচ্ছে।

সর্বশেষ ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি রাজধানীর লো মেরিডিয়ানে বিএনপির বর্ধিত সভা ডেকেছিলেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। এর তিন দিন পর ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তিনি কারাগারে যান।বর্ধিত সভায় যারা থাকবেন

রুহুল কবির রিজভী জানান, বর্ধিত সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটি, জাতীয় নির্বাহী কমিটি এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্যগণ ছাড়াও জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবগণসহ থানা-উপজেলা-পৌর কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব থাকবেন।

এছাড়াও ২০১৮ সালের সংসদ নির্বাচনে যারা দলের প্রার্থী ছিলেন এবং দলের টিকিট পাননি অর্থাৎ প্রার্থী নন কিন্তু মনোনয়নের জন্য সেকেন্ডারি কাগজ পেয়েছিলেন, তারা এই বর্ধিত সভায় থাকবেন। পাশাপাশি বিএনপি ছাড়া ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরাও বর্ধিত সভায় উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, এবিএম মোশাররফ হোসেন, সৈয়দ শাহিন শওকত প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print