আট মাস পেরিয়ে গেল, সংস্কার করতে কত দিন লাগে? নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করবেন না। শনিবার (১৯ এপ্রিল) নাটোর জেলা পরিষদ মিলনায়তনে জিয়াউর রহমান শীর্ষক সেমিনারে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
নাটোর জেলা জিয়া পরিষদ আয়োজিত স্বাধীনতা, সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র এবং জিয়াউর রহমান শীর্ষক সেমিনারে রুহুল কবির রিজভী বলেন, আপনারা বলছেন বিএনপি শুধু নির্বাচন চায়, ৮ মাস তো পেরিয়ে গেলো, সংস্কার করতে কতদিন লাগে? তিনি বলেন সংস্কার একটি রাজনৈতিক অঙ্গীকার, অতএব জনগণের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় আসবে তাদেরকে সংস্কারের দায়িত্ব দেয়া উচিত। দেশের জনগণ ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করতে চেয়েছিল, তারা তা করেছে। এখন বর্তমান সরকারের উচিত একটি সুষ্ঠুনিরপেক্ষ অবাধ নির্বাচন অনুষ্ঠান করা। নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করলে জনগণ বিভ্রান্ত হবে। যা কোনমতেই কাম্য নয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জিয়া পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিব প্রফেসর ড. মো. এমতাজ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জিয়া পরিষদ নেতা অধ্যক্ষ মকবুল হোসেন প্রমুখ।