
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের মহতপাড়ার হাজারী বিলের ক্ষেত থেকে মোহাম্মদ শাহেদ ইসলাম (১৭) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত শাহেদ সাহাব্দী নগর উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা শাখার এবারের এসএসসি পরীক্ষার্থী ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলায় তার লাশটি উদ্ধার করা হয়। সে পারুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের প্রবাসী মোহাম্মদ আব্দুল মোনাফের সন্তান।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানান, সোমবার সন্ধ্যা ৬টা থেকে শাহেদ নিখোঁজ ছিলো। এবিষয়ে তার পরিবার ডায়েরি করেছিল। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাকে হত্যার কারন এখনো জানা যায়নি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
