চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ইদ্রিস প্রকাশ ইব্রাহিমকে (২৭) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।তার বিরুদ্ধে চট্টগ্রামে অস্ত্র, ডাকাতি, দস্যুতা, চুরি-মাদকসহ ১৮ টি মামলা রয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় চান্দগাঁও থানাধীন ফরিদার পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে রাউজান উপজেলার নোয়াপাড়া পথেরহাট এলাকার মৃত ইউসুফের ছেলে।
ডিবি অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় অস্ত্র ব্যবহার করে ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ করে আসছিল। তাকে চান্দগাঁও থানায় সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার ইদ্রিস সন্ত্রাসী বুইশ্যার ঘনিষ্ট সহযোগী।
