ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাতকানিয়ায় গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চট্টগ্রামের সাতকানিয়ায়  উপজেলায় গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বাশুড়ির বিরুদ্ধে। মৃত্যুর আগে এক ভিডিও বার্তায় নিহত আমেনা বেগম (২৪) জানান, তার শাশুড়ি তাকে জোর করে বিষ খাইয়ে দিয়েছে। এঘটনায় ঐ গৃহবধূর স্বামী ইউসুফকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে সাতকানিয়ার বাহাদির পাড়া এলাকায় বিষপানে গুরতর অসুস্থ অবস্থায় আমেনা বেগমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল ১৭ জানুয়ারি দুপুরে আমেনা মৃত্যুবরণ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, মৃত্যুর আগে হাসপাতালের বেডে শুয়ে আমেনা বলছে, আল্লাহর কসম আমার শাশুড়ি আমাকে বিষ খাইয়ে দিয়েছে, আমার স্বামীকে জিজ্ঞেস করলে সে বলবে বিষ আমাকে খাওয়ায় দেয় নাই, তবে তিনি (শাশুড়ি) আমাকে বিষ খাওয়ায় দিছে।

নিহত আমেনার বড় ভাই মোহাম্মদ ফোরকান বলেন, ২০২২ সালের ৫ আগস্ট আমার বোন আমেনার সাথে ইউসুফের বিয়ে হয়। তাদের একটি দু’বছরের একটা কন্যা সন্তান রয়েছে। দীর্ঘদিন যাবত শ্বশুর বাড়ীর লোকজন তার উপর নির্যাতন চালিয়ে আসছিল। গত শুক্রবার আমার বোন আমেনা আমাকে বলছে আমাকে নিতে আস। আমাকে এখানে শ্বশুর বাড়ি লোকজন মেরে ফেলবে। আমরা বলেছি ধৈর্য ধর। পরে তার স্বামী রাতে ফোন দিয়ে বলতেছে আমার বোন বিষ খেয়েছে। মূলত আমার বোনের স্বামী ইউসুফ, তার মা আমেনা বেগম এবং স্বামী বক্কর জোর করে বিষ খাইয়ে দিয়েছে। আমি তাদের কঠোর শাস্তি চাই।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, বিষপানে আমেনা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এঘটনায় এ ঘটনায় তার স্বামী ইউসুফকে পাঁচলাইশ থানা পুলিশ আটক করে আমাদের থানায় হস্তান্তর করেছে।

সর্বশেষ

যাকাতের সুষম বন্টনের মাধ্যমে দারিদ্রতা দূর করা সম্ভব

বিভিন্ন মাজার জেয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন আসলাম চৌধুরী

কাংঙ্খিত উন্নয়নের জন্য দাঁড়িপাল্লার বিকল্প নেই : মুহাম্মদ নজরুল ইসলাম

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনি জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান

রাঙ্গুনিয়ায় ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বেলাল গ্রেপ্তার

মায়ের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার, অপপ্রচারের বিরুদ্ধে মুখ খুললেন মুফতি ইমরান

তারেক রহমানের জনসভা হবে গণমানুষের মিলনমেলা : আবু সুফিয়ান

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print