চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় স্বামীর ছুরিকাঘাতে সালমা আক্তার (৩৮) নামে এক নারী খুন হয়েছেন।। এঘটনায় নিহতের স্বামী জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৮ জানুয়ারি) সকালে চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকের ১৪ নম্বর রোডের একটি বাসায় পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘিদন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলে আসছে। আজ সকালে ঝগড়ার এক পর্যায়ে জসিম ছুরি দিয়ে আঘাত করলে তার স্ত্রী সালমার মৃত্যু হয়।জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
