t সেগুনবাগানে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার: এলাকাবাসীর বিক্ষোভ – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সেগুনবাগানে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার: এলাকাবাসীর বিক্ষোভ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ইসমাম হায়দারের লাশের সামনে স্বজনদের আহাজারী্।

চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন সেগুন বাগানস্থ তা’লিমুল কোরআন মাদ্রাসায় কমপ্লেক্সে কাঁথা মোড়ানোবস্থায় ইসমাম হায়দার (৮) নামে এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

এটিকে হত্যা দাবী করে এলাকার লোকজন মাদ্রাসাটি ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন এবং ভাঙচুরের চেষ্টা চালায়। তবে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। শিক্ষকদের ফাঁসি দাবী করে মধ্যরাত পর্যন্ত এলাকার লোকজন শ্লোগান দিয়ে মাদ্রাসাটি ঘেরাও করে রাখে।

জানাগেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে প্রথমে নিহতের স্বজনরা মাদরাসা থেকে তার লাশ উদ্ধার করে। এর আগে মাদরাসা কর্তৃপক্ষ ইসমামের পরিবারকে জানায় সে নিখোঁজ। তবে তারা এসে মাদরাসায় তল্লাশি চালিয়ে বিছানার নিচ থেকে ইসমামের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে ‍যায়।

গভীর রাত পর্যন্ত পুলিশ মাদ্রাসাটি ঘেরাও করে রাখে।

রাত দেড়টার সময় ঘটনাস্থল থেকে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. নাসির উদ্দিন জানান, শিশুটি কিভাবে মারা গেছে তা আমরা বলতে পারছি না। হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ মাদ্রাসায় যায়। তবে লাশ উদ্ধার করেছি হলিক্রিসেন্ট হাসপাতাল থেকে।

এলাকাবাসী এবং মাদ্রাসার শিক্ষার্থীরা জানিয়েছে রাতে বিছানায় কাঁথা মোড়ানোবস্থায় ইসমামের মৃত্যু হয়েছে। তাকে নির্যাতন করে কাঁথা মুড়িয়ে রাখা হয় বলে দাবী করে এলাকার লোকজন।

ওসি বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জান যাবে।

এদিকে স্থানীরা জানিয়েছেন, শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পরই শত শত এলাকাবাসী মাদ্রাসা ঘেরাও করে ভাঙচুরের চেষ্টা চালায়। অবস্থার বেগতিক দেখে মাদ্রাসা ছেড়ে পালিয়ে যায় সকল শিক্ষক কর্মচারী।

এদিকে মাদরাসার ভেতর ছাত্রের রহস্যজনক মৃত্যুর খবরে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। ঘটনার পর থেকেই ক্ষুদ্ধ এলাকাবাসী জড়ো হয়ে অবস্থান নেয় মাদরাসার মূল ফটকের বাইরে। এক পর্যায়ে রাত ১০টার দিকে এলাকাবাসী হামলা করে মাদরাসায়। ভেতর থেকে বন্ধ থাকা মূল গেট ভেঙে ভেতর ঢুকে পড়ে এলাকাবাসী। এসময় তারা সেখানে ভাঙচুর চালায়। পরে রাত ১১টার দিকে খুলশী থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, নিহত ইসমাম বাঁশখালী উপজেলার চানপুর পশ্চিম নাকমোড়ার নাজিম উদ্দিনের ছোট ছেলে। তারা দীর্ঘদিন ধরে নগরীর বাকলিয়া থানার দেওয়ানবাজার মাদরাসা ভবন এলাকার ইলিয়াস সাহেবের বিল্ডিংয়ে ভাড়া থাকে। তারা চার ভাই। সে সবার ছোট। দুই বছর আগে কোরআনে হাফেজ হওয়া ইচ্ছে নিয়ে এ মাদ্রাসায় ভর্তি করায় অভিভাবকরা। শিশুটি দুই পারা কোরআন মুখস্থ করেছিল।

 

 

 

 

 

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print