t বোয়ালখালী ও সীতাকুণ্ডে ৪ মাদ্রাসা ছাত্র রহস্যজনক নিখোঁজ! – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালখালী ও সীতাকুণ্ডে ৪ মাদ্রাসা ছাত্র রহস্যজনক নিখোঁজ!

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বোয়ালখালী থেকে নিখোঁজ ৩ মাদ্রাসা ছাত্র।

চট্টগ্রামের বোয়ালখালী ও সীতাকুণ্ড উপজেলায় চার মাদ্রাসা ছাত্র রহস্যজনক নিখোঁজ হয়েছে। এর মধ্যে বোয়ালখালি উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের পশ্চিম সৈয়দ নগর দারুল কোরআন হেফজখানা থেকে চার দিন আগে নিখোঁজ হয়েছে ৩ ছাত্র। অপর দিকে সীতাকুণ্ডে জঙ্গল ছলিমপুর ১০ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল আমিনের মাদ্রাসা পড়ুয়া পুত্র এনামুল হক (১৩) গত ১২ দিন ধরে নিখোঁজ রয়েছে।

বোয়ালখালী  (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, বোয়ালখালীতে তিন মাদ্রাসা ছাত্র চারদিন নিখোঁজ রয়েছে। গত বুধবার (৮ মার্চ) বিকেলে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের পশ্চিম সৈয়দ নগর দারুল কোরআন হেফজখানা থেকে নিখোঁজ হয় বলে জানান হেফজখানার শিক্ষক মো. কাউছার।

এ ব্যাপারে গত বৃহস্পতিবার (৯ মার্চ ) রাত ৯টার দিকে হেফজখানার শিক্ষক মো. কাউছার বোয়ালখালী থানায় নিখোঁজ ডায়েরী করেছেন।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন, কক্সবাজার জেলার মহেশখালী থানার সিপাই পাড়ার মো. সাজ্জাদ (৯), ঘোটি ভাংগার মো. ইমরান(১০) ও মগকাটার মো. ফয়সাল(১০)।

হেফজখানার আরবী শিক্ষক মো. কাউছার জানান, বুধবার বিকেল হেফজখানার তিন শিক্ষার্থীকে পাওয়া না যাওয়ায় থানায় নিখোঁজ ডায়েরী করা হয়েছে ও তাদের পরিবারকে খবর দেয়া হয়। ব্যাপারটি মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে রহস্যজক ঠেকছে উল্লেখ করে শিক্ষক মো. কাউছার বলেন- নিখোঁজ শিক্ষার্থীরা গত দুই বছর ধরে এ হেফজখানায় পড়াশুনা করছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী জানান, এ ব্যাপারে হেফজখানার পক্ষ থেকে নিখোঁজ ডায়রী করা হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে সীতাকুণ্ডে ১২ দিন ধরে নিখোঁজ রয়েছে মাদ্রাসা ছাত্র এনামুল হক (১৩)। এ ব্যাপারে গত বৃহস্পতিবার রাতে তার বড় ভাই বাদী হয়ে সীতাকুণ্ড থানায় সাধারণ ডায়েরি করেছেন।

জিডি সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি উপজেলার জঙ্গল ছলিমপুর ১০ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল আমিনের পুত্র এনামুল হক (১৩) মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরিবারের লোকজন মাদ্রাসাসহ সম্ভাব্য সব আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করেও তাকে পায়নি। সে চট্টগ্রামের বায়েজিদ তালিমুল কোরআন মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

সীতাকুণ্ড থানার এসআই মো. ইকবাল জানান, গত বৃহস্পতিবার রাতে তার বড় ভাই আব্দুল্লাহ ইসলাম বাদী হয়ে থানায় জিডি করেছে।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print