t চট্টগ্রামে স্মার্টকার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন সিইসি – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে স্মার্টকার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন সিইসি

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

স্মার্টকার্ড হাতে পেয়ে খুশি চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিন।

বন্দর নগরী চট্টগ্রামে এ প্রথম জাতীয় পরিচয় পত্র (স্মার্টকার্ড) বিতরণ শুরু হয়েছে। আজ সোমবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা স্মার্টকার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে  প্রধান নির্বাচন কমিশনারকে এম নুরুল হুদা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাসির উদ্দিন, সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, মনজুর আলম মঞ্জু, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামসহ ৫ জন ভিআইপির হাতে স্মার্টকার্ড তুলে দেন।

চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, আগামী ১৬ মার্চ থেকে চট্টগ্রাম মহানগরীতে জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড বিতরণ কাজ শুরু হবে। প্রথম দফায় ডবলমুরিং থানাধীন ১৩ নম্বর পাহাড়তলী ও কোতোয়ালি থানাধীন ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডের ভোটারদের কাছে স্মার্টকাড বিতরণের কাজ শুরু হবে। এক মাস ধরে এই কর্মসূচি চলবে।

স্মার্টকাড নিচ্ছেন সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বলেন, আগামী ১৬ মার্চ থেকে শুরু হবে ভোটারদের হাতে স্মার্টকার্ড পৌঁছে দেয়ার কাজ। এর মধ্যে ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডে ভোটারদের কার্ড বাগমনিরাম আবদুর রশিদ সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবং ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের স্মাটকার্ড আমবাগান টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিতরণ করা হবে।

ইতিমধ্যেই এসব ওয়ার্ডের ভোটারদের কার্ড জেলা নির্বাচন কার্যালয়ে পৌঁছে গেছে উল্লেখ করে তিনি বলেন, কার্ড বিতরণের আগেরদিন ওই এলাকাগুলোতে মাইকিং করে ভোটারদের নাম ও সময় জানিয়ে দেয়া হবে এবং ভোটার ভেদে একাধিক কেন্দ্রও করা হবে।

জানা গেছে, ডবলমুরিং থানায় ৪ লাখ ৬৬৬ জন ও কোতোয়ালি থানায় ২ লাখ ২৮ হাজার ৯২৬ জন ভোটার রয়েছে। এরমধ্যে ২০১৪ সাল পর্যন্ত অন্তর্ভুক্ত হওয়া ভোটারদের স্মার্টকার্ড বিতরণ করা হবে। দুই ধাপে ১২ লাখ ২৫ হাজার স্মার্টকার্ড চট্টগ্রাম পৌঁছেছে।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print