t চট্টগ্রামে রাতের আধাঁরে নগর ছাত্রদল নেতার বাড়ী দখলের চেষ্টা – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে রাতের আধাঁরে নগর ছাত্রদল নেতার বাড়ী দখলের চেষ্টা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বেড়া দিয়ে ঘেরাও করে দক্ষিণ পাহাড়তলীর এ বাড়ি দখল করার চেষ্টা করে দুর্বৃত্তরা।

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার দক্ষিণ পাহাড়তলী এলাকায় গভীর রাতে দলবল নিয়ে নগর ছাত্রদল নেতা ফজুলল হক সুমনের বাড়ী দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় মুক্তিযোদ্ধা পরিচয়ধারী জনৈক ফাহিম উদ্দিনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার রাত ৩ টায় দক্ষিণ পাহাড়তলী হাজী আবদুল গণি রোড়ে এ ঘটনা ঘটেছে। এসময় দখলবাজরা বাড়ীর মহিলাদরে উপর হামলা এবং বাড়ি ঘরে ভাঙচুর চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, নগর ছাত্রদলের সহ-সভাপতি ফজুলল হক সুমনের পৌতৃক সম্পত্তি দীর্ঘদিন যাবত নিজেদের দাবী করে আসছেন স্থানীয় বাসিন্দা মুক্তিযোদ্ধ ফাহিম উদ্দিন আহমেদ। এনিয়ে একাধিক মামলাও হয়েছে উভয়ের পক্ষ থেকে। মামলা চলাকালীন বৃহস্পতিবার গভীর রাতে প্রায় শতাধিক লোকজন নিয়ে বাড়ীটিতে বেড়া দিয়ে দখল করতে যায় ফাহিম উদ্দিন আহমেদ। তারা সুমনের একাধিক কাচা ঘর ভেঙ্গে দিয়ে সেখানে ঘর দেয়ার চেষ্টা করে। এসময় সুমনের পরিবারের সদস্যসহ ভাড়াটিয়ারা এসে বাঁধা দিলে তাদের উপর হামলা চালায়। ঘরের জানালার কাঁচ ও সিসি ক্যামরা ভেঙ্গে ফেলে।

এবিষয়ে জানতে চাইলে সুমনের বোন পারভিন আক্তার বলেন, আমার ভাইয়েরা বাড়ীতে না থাকার সুযোগে স্থানীয় প্রভাবশালী ফাহিম উদ্দিন বাড়ীটি দখলের চেষ্টা করছে। আমরা বাড়ীটি বিভিন্ন মালিকের কাছ থেকে ক্রয় করেছি। বাড়ীর একটি অংশ আমরা ১৯৯৭ সালে আলী আহমদ গং কাছ থেকে ক্রয় করি। একই জায়গায় ২০০১ সালে একই মালিক থেকে ক্রয় করে ফাহিম উদ্দিন। মূলত সেই জায়গার নিয়ে তার সাথে আমাদের ঝামেলা চলছে দীর্ঘদিন।

সুমনের বাড়ীর ভাড়াটিয়া ভাঙ্গরি ব্যবসায়ী জসিম জানান, আমি ৯বছর যাবত এইখানে ভাড়া থাকি। গতকাল গভীর রাতে হঠাৎ করে একদল মানুষ এসে ভাঙচুর শুরু করে। এতে আমরা আতংকিত হয়ে পড়ি।

তবে হামলার বিষয়টি অস্বীকার করে মুক্তিযোদ্ধা ফাহিম উদ্দিন বলেন,তারা দীর্ঘদিন যাবত আমার জায়গা দখল করে রেখেছে। আমি আমার জায়গায় যেতে পারছিনা।রাতে নয় আজ সকালে আমি জায়গায় দখল নিতে গিয়েছিলাম।

জানতে চাইলে ডবলমুরিং থানার এসআই কায়সার জানান, রাতে হামলা হয়েছে শুনেছি।এই সংক্রান্ত কোর্টে একটি মামলা চলছে। আজ সকালে আমি গিয়ে নোটিশ জারি করেছি। কেউ যেন জায়গা দখল বা বেদখল করতে না যায়।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print