
চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানার রাজাখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। নিহতরা হলেন-বাকলিয়া থানার জাকের কলোনি এলাকার জামাল আহমেদের ছেলে এয়াকুব আলী (৪৫) এবং বিসমিল্লাহ কলোনির রাজা মিয়ার ছেলে মো. মমতাজ (৪৪)।দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।
বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে বাস-টেম্পোর মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনায় আহত আনোয়ার হোসেন (৩০), শাহীন (২৮), কালু আহমেদ (৪০), আজিজুল হক (২২), খোরশেদ মাঝি (৫৫), আবদুল আজিজ (৩০) ও অজ্ঞাতনামা এক তরুণকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস-টেম্পোর সংঘর্ষে ২ জন নিহত এবং ৮ জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাকলিয়া থানার ডিউটি অফিসার জানান, শহরমুখী বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা টেম্পোর সংঘর্ষ হলে ঘটনাস্থলেই টেম্পোর দুই যাত্রীর মৃত্যু হয়।
পরে স্থানীয়রা ৮জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং পুলিশ বাস ও টেম্পো আটক করে।