
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নিখোঁজের একদিন পর মোঃ সেলিম (৪০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সেলিম সীতাকুণ্ড সলিমপুর ফকিরহাট পশ্চিম পাড়া এলাকার মুক্তিযোদ্ধা ঈমান আলীর ছেলে।
শুক্রবার গভীর রাতে সলিমপুর পাহাড়ী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এঘটনায় সেলিমের স্ত্রী তাসকিয়াতুল আবরার বাদী হয়ে সীতাকুণ্ড থানায় অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুন্ড মডেল থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক পাঠক ডট নিউজকে বলেন, গত বৃহস্পতিবার সেলিম নিখোঁজ ছিল বলে থানায় তার পরিবার নিখোঁজ ডায়েরি করেছিল। শুক্রবার রাতে সেলিমের লাশ জঙ্গলে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কিভাবে সেলিমের মৃত্যু হল কিংবা তাকে কেউ হত্যা করেছে কিনা সে বিষয়ে পরিবার এবং পুলিশ কিছুই বলতে পারেনি।