ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মরণ ফাঁদ সে মহেশখালের বাঁধ অবশেষে ভাঙ্গা শুরু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর বন্দর এলাকায় ৩ কোটি টাকা ব্যয়ে অপরিকল্পিতভাবে নির্মিত আলোচিত মহেশখালের বাঁধটি অবশেষে অপসারণ করা হচ্ছে। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন বাঁধে হাতুড়ির আঘাত করে আনুষ্ঠানিকভাবে বাঁধ অপসারণ কাজের উদ্বোধন করেন।

২০১৫ সালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অর্থায়ন ও কারিগরি সহায়তায় বাঁধটি নির্মাণ হয়। ওই বছরের ২ সেপ্টেম্বর বাঁধের নির্মাণকাজ উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।

এর পর থেকে বাধের কারণে হালিশহর, বন্দর, আগ্রাবাদ, সিডিএসহ বিশাল এলাকায় বৃষ্টির পানি এবং জোয়ারে পানিতে তলিয়ে যেতে থাকে। এনিয়ে এলাকাবাসীর মাঝে ক্ষোভ সৃষ্টি এবং বাধ ভেঙ্গে দেয়ার দাবী উঠলেও বন্দর কর্তৃপক্ষ তা কর্ণপাত করেনি। এর মধ্যে ২০১৬ সালের ২১ মে এলাকার হাজার হাজার বিক্ষুব্ধ লোক বাঁধটি ভেঙে দিতে গেলে পুলিশের সাথে সংর্ঘষ বাধে। এসময় পুলিশ এলাকাবাসীর উপর গুলি চালালে বেশ কয়েকজন আহত হন।

.

এদিকে গত ৩দিনের লাগাতার বৃষ্টির কারণে নগরীর অধিকাংশ এলাকা কোমর সমান পানিতে তলিয়ে যায় দুর্ভোগে পড়েন লাখ লাখ মানুষ। শেষ পর্যন্ত মেয়র আ জ ম নাছির জনগণের চাপে আলোচিত বাঁধটি ভেঙ্গে দেয়ার ঘোষণা দেন। সে প্রেক্ষিতে আজ মঙ্গলবার আনুষ্ঠানিক বাঁধ ভাঙ্গার কাজ শুরু হয়।

বিকেল পৌনে ৩টার দিকে মেয়র নাছির বাঁধ ভাঙ্গার কাজ উদ্ধোধন কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল, বন্দর সচিব ওমর ফারুকসহ স্থানীয় কাউন্সিলররা গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও হাজার হাজার উৎসুক মানুষ ভীড় জমায়।

চসিকের প্রকৌশল বিভাগ লংবুম স্ক্যাভেটার, স্কিট স্টিয়ার লোডার, ব্যাক হো লোডার, ডাম্প ট্রাক, ক্রেনসহ অন্যান্য যন্ত্রপাতি-নিয়ে অন্তত অর্ধশত শ্রমিক বাঁধ ভাঙ্গার কাজে অংশ নিয়েছেন।

এসময় মেয়র নাছির বলেন, নগরবাসীকে যত দ্রুত সম্ভব জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে চাই। বাঁধটি পুরোপুরি অপসারণে কয়েকদিন সময় লাগতে পারে উল্লেখ্য করে তিনি বলেন, আর তাতে যদি চসিককে দিন-রাত কাজ করতে হয় তাও করতে বাধ্য করবো কর্মকর্তাদের।

বাঁধ ভাঙ্গার আনন্দে উচ্ছ্বাসিত এলাকাবাসী। স্থানীয় দুই ব্যবসায়ী বাসিন্দা ওবায়দুল হক ও হাশমত আলী জানায়, এ বাঁধ নয় এটা আমাদের মরণ ফাঁদ ছিল। আমার ৬২ বছর বয়সে আমি এমন জলাবদ্ধতা দেখিনি। চসিকে র এমন সিদ্ধান্তে আমরা এলাকবাসী খুবই খুশি। আমরা নগরবাসী জলাবদ্ধতা থেকে চিরতরে মুক্তি চাই।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print