ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

“ঈদ বাজার নয় যেন ডাকাতির হাট”

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

DSC_1532
ঈদের মার্কেট গুলো কাপড়ের দাম নিয়ন্ত্রণে ম্যাজিস্ট্রেটের অভিযান।

ঈদ বাজারকে ঘিরে চট্টগ্রাম নগরীর বিভিন্ন বিপনী বিতানগুলোতে যেন ডাকাতির হাট বসেছে। একেকটি দোকানে পোশাকের মূল্যের তারতম্য দেখে খোদ বিস্মৃত হয়েছেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেটগণ।

নগরীর বিভিন্ন অভিজাত মার্কেটে বুধবার থেকে বাজার নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের সতর্ক করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হচ্ছে।

বৃহস্পতিবার দিনভর নগরীর মিমি সুপার মার্কেট, আফমি প্লাজা, সানমার ওশান সিটিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত দেখতে পান দোকানিরা প্রতি পোশাকের দাম নিচ্ছেন কেনা দামের চেয়ে ৩/৪ গুণ বেশি।

অভিজানকালে বিভিন্ন মার্কেটে দামের যে ব্যপক তারতম্য দেখা যায় তা নিঃসন্দেহে আশঙ্কাজনক বলে মস্তব্য করে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট বলেন, যা সাধারন মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছে এসব পণ্যের মূল্য।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান পাঠক নিউজকে বলেন, মিমি সুপার মার্কেটের ‘ইয়াং লেডি’ দোকানে গিয়ে দেখা যার মেয়েদের ফ্লোর টাচ নামক এক ড্রেসের দাম উনিশ হাজার পাচশত টাকা। অনুসন্ধানে দেখা যায় তার এ কাপড়ের প্রকৃত ক্রয়মূল্য ৬৯৯৫ টাকা। প্রতি কাপড়ে লাভ করেন ১২৫০৫ টাকা। আরেকটি কাপড়ের ক্রয়মূল্য ছিলো ৪৫৫০ টাকা আর বিক্রয়মূল্য ছিলো ১৪৫০০ টাকা। বিভিন্ন গোপন কোডে লেখা থাকে এসকল পণ্যের দাম, যা ক্রেতাদের বোঝার কোন উপায় নেই। তাই বিক্রেতা তার ইচ্ছামত দাম হাকছেন। ঠকিয়ে যাচ্ছেন সাধারন মানুষকে। অনেকে আবার টেরি বাজার থেকে কাপড় কিনে, ভারত থেকে ইম্পোর্ট করেন বলে দাবি করেন। কিন্তু কাগজপত্র অনুসন্ধানে বেরিয়ে আসে প্রকৃত চিত্র। এ যেন কাপড় বিক্রয়ের নামে ডাকাতি।

এভাবে একই মার্কেটের আচল, আকর্ষণ; আফমি প্লাজার সেলিব্রেশন্স, সুরুচি কালেকশন, পারফিউম ওয়ার্ল্ড, লন্ডন লুক; সানমারের নিউ বাসাবি সহ প্রায় ২০টি দোকানে গিয়ে দামের এমন ব্যপক অসামঞ্জস্যতা দেখা পায় ভ্রাম্যমান আদালত।

DSC_1525
মার্কেটে কাপড়ের মূল্য তদারকি করছেন ম্যাজিস্ট্রেট।

অভিযানকালে কেউ কেউ দেখাতে পারেননি ক্রয়মূল্যের রশিদ। অনেকে বলেন, তারা রশিদ রাখার বিষয়টি জানতেন না। এ সকল মার্কেটে পপ্রথমবারের মত এ বিষয়ে অভিযান হওয়ায় কঠোরভাবে সতর্ক করে দেয়া হয়েছে বলে ম্যাজিষ্ট্রেট।

আগামী রবিবার পর্যন্ত তাদের এ বিষয়গুলো ঠিক করে নেবার জন্য সময় দেয়া হয়েছে থেকে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান আদালত। অভিযানকালে মার্কেটে কেন্দ্রীয় সাউন্ড সিস্টেমের মাধ্যমে সকল ব্যবসায়ীদের চারটি নির্দেশনা দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তা হলে-ক্রয় মূল্যের রশিদ সংরক্ষণ করতে, সকল বিক্রয়ে ক্রেতাদের রশিদ দিতে হবে, ক্রেতাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, সকল মার্কেটে অভিযোগ বক্স থাকতে হবে।

অভিযানে আরো অংশগ্রহন করেন শিক্ষনবিস নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়স মোদার আলী ও তানিয়া মুন। ক্যাবের প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস, সভাপতি, ক্যাব, সদরঘাট থানা ও এ এম তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এর প্রতিনিধি মোঃ মোকাম্মেল হক খান এবং মিমি সুপার মার্কেট, আফমি প্লাজা ও সানমার শপিং কমপ্লেক্স এর ব্যবসায়িক নেতৃবৃন্দ। পুলিশ ও ব্যটেলিয়ন আনসার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে ছিলেন।

এদিকে কর্ণেল হাট বাজারে চারটি দোকানে মূল্য তালিকা না থাকায় পাচ হাজার টাকা করে মোট বিশ হাজার টাকা জরিমান করেন ভ্রাম্যমান আদালত। এর নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রহমান সানি, তাহমিদা আক্তার ও আবদুস সামাদ শিকদার।

ব্যটারি গলিতে মূল্য তালিকা না থাকা, অতিরিক্ত মূল্যে পন্য বিক্রয় ও ওজনে কারচুপির জন্য চার ব্যবসায়ীকে ১৯০০০ টাকা জরিমানা করা হয়েছে। নগরীর চক বাজারের রবিন বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরীর কারনে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহী অনুপম, অনুপমা দাস ও হাসান বিন মোহাম্মাদ আলী।

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print