
চট্টগ্রামে হাটহাজারীতে মিথ্যা তথ্য দিয়ে রাজস্ব ফাঁকির অভিযোগে প্রণব আইচ নামে এক দলিল লেখককে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অাজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে ফতেয়াবাদ সাব রেজিস্ট্রি অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ফতেয়াবাদ সাব রেজিস্ট্রি অফিসে দলিল লেখক হিসেবে কর্মরত আছেন।
দুদক সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপসহকারি পরিচালক মো. আবদুল আউয়াল বলেন, ২০০২ সালের ২৭ জুন সদর রেজিস্ট্রি অফিসের আওতাধীন একটি জমি নিবন্ধনের সময় দলিলে মিথ্যা তথ্য দিয়ে ১১ লাখ ২৭ হাজার ১০০ টাকা রাজস্ব ফাঁকি দেয়া হয়েছে। একই সঙ্গে রাজস্ব তথ্যও গোপন করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় দলিল লেখক প্রণবকে গ্রেফতার করে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে। একই অভিযোগে হাটহাজারী থানায় করা মামলায় দলিল গ্রহীতা মোছাম্মৎ মর্জিনা আক্তার ও হাটহাজারীর ফতেয়াবাদ সাব রেজিস্ট্রি অফিসের সাবেক সাব রেজিস্ট্রার কাজী রফিক উদ্দিনকেও আসামি করা হয়েছে।