
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেল পৌনে তিনটার দিকে সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ওসি মাঈন উদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ আজ বিকালে অভিযানে যায়। এসময় পাচারকারীরা পুলিশের অবস্থান টের পেয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তাদের রেখে যাওয়া একটি ব্যাগ তল্লাশি চালিয়ে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।