
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও এশিয়ান গ্রুপের পৃষ্ঠপোষকতায় সিজেকেএস জিমন্যাশিয়ামে এশিয়ান গ্রুপ-সিজেকেএস বাস্কেটবল (পুরুষ) লীগ ২০১৬-১৭ এর সমাপনী দিনে ১ম খেলায় ক্যাথলিক ক্লাব ৫২-৩৯ পয়েন্টে চিটাগাং রয়েলকে এবং ২য় খেলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ ৭২-৪৫ পয়েন্টে মুক্ত বিহঙ্গকে পরাজিত করে।
পয়েন্ট তালিকায় শীর্ষস্থান পেয়ে সিটি কর্পোরেশন একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ২য় স্থান অর্জনকারী ক্যাথলিক ক্লাব হয় রানার্স আপ। টুর্নামেন্টের পুরুষ বিভাগে সর্বোচ্চ ৯৩ পয়েন্ট নিয়ে সর্বোচ্চ স্কোরার নির্বাচিত হন ফয়সাল আজিম। আর মহিলা বিভাগে ওল্ডফৌজিয়ান(ওপিএ) সর্বোচ্চ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন।

খেলা শেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও সিজেকেএস এর সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান এশিয়ান গ্রুপের পরিচালক ও সিজেকেএস কাউন্সিলর মোহাম্মদ ইয়াকুব। বাস্কেটবল কমিটির চেয়ারম্যান এ্যাডভোকেট শাহিন আফতাবুর রেজা চৌধুরীর সভাপতিত্বে এবং বাস্কেটবল কমিটির সদস্য শাহবাজ মুনতাসির চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিজেকেএস নির্বাহী সদস্য ও বাস্কেটবল কমিটির সম্পাদক গোলাম মহিউদ্দীন হাসান।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, মো: শাহজাদা আলম, নির্বাহী সদস্য আ.ন.ম. ওয়াহিদ দুলাল, মো: ইউসুফ, একেএম আবদুল হান্নান আকবর, সিজেকেএস কাউন্সিলর ডেরিক র্যান্ডলফ, মোহাম্মদ ইসমাইল, হাসান মুরাদ বিপ্লব, কাজী মইনুল হক মহিউদ্দিন, এনামুল হক, প্রবীন কুমার ঘোষ, বাস্কেটবল কমিটির ভাইস চেয়ারম্যান ফজল রেহান, যুগ্ম-সম্পাদক ফজল রব্বান সুইট, সদস্য প্রসেনজিৎ দত্ত রাজু, ইমতিয়াজ হাবিব রনী প্রমূখ।