
চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীকে ছুরিকাঘাত করে প্রতিষ্ঠানে সাড়ে চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পাহাড়তলী ইসলামী ব্যাংকের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রিম লেভেল ওই প্রতিষ্ঠানের কর্মচারী চিদ্দিক আহমদ গুরুতর আহত হয়। তাকে চট্টগ্রাম মেডকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির কর্তব্যরত পুলিশ এস.আই জহির জানান দুপুরে ছুরিকাঘাতে আহত একজনকে হাসপাতালে আনা হয়েছে। ছিনতাইকারীরা পাহাড়তলী এলাকায় তার উপর হামলা চালায় বলে তার সঙ্গে আসা লোকজন জানায়।
ট্রিম লেভেল কর্মকর্তা আব্দুল করিম জানান, অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়ার জন্য দুপুর সাড়ে বারটার দিকে স্থানীয় পাহাড়তলী মার্কেন্টাইল ব্যাংক থেকে সাড়ে চার লাখ টাকা উত্তোলন করেন আব্দুল করিম। এই সময় তার সঙ্গে ছিলেন ট্রিম লেভেল অফিসের কর্মচারী ছিদ্দিক আহমদ। আব্দুল করিম ও ছিদ্দিক আহম্মদ টাকা নিয়ে পাহাড়তরী হাজি ক্যাম্প সংলগ্ন ট্রিল রেভে অফিসে যাওয়ার পথে পাহাড়তলী ইসলামী ব্যাংকের সামনে একটি সিএনজি অটোরিক্সা যোগে তিন ছিনতাইকারী তাদের গতি রোধ করে। এ সময় তাদের পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাহ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে ছিদ্দিকের হাতে ছুঁড়িকাঘাত টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। আব্দুল করিম জানান, ছিনতাইকারীরা একটি লাল রংয়ের প্রাইভেট অটোরিক্সা (সিএনজি) নিয়ে এসছে। অটোরিক্সার পেছনে বান্দরবান এবং নম্বরের স্থানে ১৪ সিরিয়াল দেখা গেছে। দ্রুত চলে যাওয়ার কারণেবাকী নম্বর গুলো লক্ষ্য করা যায়নি।
এই বিষয়ে জানতে চাইলে পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল্লাহ আল হারুন বলেন, ওসি সাহেব এখনও থানার এখনো আসেননি। আসলে মামলা লিপিবদ্ধ করা হবে।
রাতে থানায় অবস্থান করা ট্রিম লেভেল কর্মকর্তা কামরুল ইসলাম জানান, আমরা মামলা দায়ের করতে এসেছি। লিখিত অভিযোগ দেয়ার পর পুলিশ তদন্ত করেছে। এখন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।