
সৌদি আরবের জেদ্দায় শারা আরবাইন ফ্যাহাস ধরি এলাকায় রাজধানী হোটেল বিল্ডিং-এর দোতলায় কিচেন রুমে গামছা পিছিয়ে জাফর আহমেদ (৪৫) নামে একজন বাংলাদেশি আত্মহত্যা করেছেন। জাফর আহমেদের দেশের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চর হাজারী ইউনিয়নে।
সোমবার ভোর ৬টায় রুমের লোকজন ঘুম থেকে ওঠে চা বানাতে কিচেন রুমে গেলে, গামছা দিয়ে জুলন্ত অবস্থায় জাফর আহমেদের লাশ দেখতে পায়, পরে স্থানীয় পুলিশকে খবর দিলে পুলিশ এসে আইনি পক্রিয়া সম্পন্ন করে তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায়। বর্তমানে তার লাশ কিং আব্দুল আজিজ হাসপাতালের হিমাঘরে রাখা হয়েছে।
তার রুমে থাকা লোকজন জানায়, তিনি কিছুদিন ধরে মানসিকচাপে ভুগছিলেন, মানসিকচাপ সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে জানান তারা।