t পাহাড় ধসে নিখোঁজ মুন্নী বডুয়ার লাশ বাঁশখালী থেকে উদ্ধার – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পাহাড় ধসে নিখোঁজ মুন্নী বডুয়ার লাশ বাঁশখালী থেকে উদ্ধার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

মুন্নী বড়ুয়া।

বান্দরবান-রুমা সড়কে পাহাড় ধসে নিখোঁজ মুন্নী বড়ুয়ার লাশ বাঁশখালী থেকে উদ্ধার করা হয়েছে।

সোমবার চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাঙ্গু নদীতে ভাসমান অবস্থায় বেওয়ারিশ হিসেবে লাশটি উদ্ধার করা হয়। পরে বাঁশখালী থানা পুলিশ লাশটি মর্গে পাঠায়।

বাশঁখালী উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ চাহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুন্নীর লাশের ছবি দেখে তার পরিবার বাঁশখালী থানায় যোগযোগ করে মঙ্গলবার মুন্নীর লাশ চিহিৃত করেন।

গত রবিবার পাহাড় ধসে ৪ জন নিখোঁজ হয়। তারা হলেন, রুমা পরিবার পরিকল্পনা দপ্তরের অফিস সহকারী মুন্নি বড়ুয়া, কৃষি ব্যাংক কর্মকর্তা গৌতম নন্দী, ডাক বিভাগ কর্মচারী রবিউল এবং পাড়া কার্বারী মংশৈহ্লার বড়মেয়ে উমেচিং মারমা।

মুন্নী বড়ুয়া রুমা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী এবং বান্দরবান জেলা শহরের উজানীপাড়ার বাসিন্দা।
এদিকে ঘটনার তিন দিন পরও নিখোঁজ অন্য তিনজনের কোনো হদিস পাওয়া যায়নি। আজও সারা দিন সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয় লোকজন পাহাড়ধসের স্থান এবং আশপাশে এলাকায় উদ্ধার তৎপরতা চালিয়েছেন। ঘটনাস্থলের প্রায় আড়াই কিলোমিটার দূরে দুটি ব্যাগ ও কিছু কাপড়চোপড় পাওয়া গেছে বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন।

উদ্ধার হওয়া এ লাশ দেখে সনাক্ত করা হয় মু্ন্নী বড়ুয়াকে।

বান্দরবানের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হারুনুর রশিদ বলেছেন, বাঁশখালি থানার পুলিশ সোমবার বিকেলে উপজেলার চানপুরঘাট এলাকায় সাঙ্গু নদে ভাসমান অবস্থায় একজন নারীর লাশ উদ্ধার করে। বাঁশখালি উপজেলা নির্বাহী কর্মকর্তা লাশের ছবি ফেসবুকে দিয়েছিলেন। আজ দুপুরে ওই ছবি দেখে নিখোঁজ মুন্নী বড়ুয়ার স্বামী অমর বড়ুয়া ও ভাই রাহুল বড়ুয়া শনাক্ত করেছেন। পরে বাঁশখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বর্ণনা শুনে তাঁরা আরও নিশ্চিত হন যে সেটি মুন্নী বড়ুয়ার লাশ।

মেয়ের সাথে মুন্নী বড়ুয়া।

বাঁশখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, লাশটি উদ্ধারের পর তাঁরা বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মফিদুলের মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।

মুন্নী বড়ুয়ার স্বামী অমর বড়ুয়া ও ভাই রাহুল বড়ুয়া ছোটন আজ মঙ্গলবার রাত সাড়ে নয়টায় জানিয়েছেন, তাঁরা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা লাশ দেখে নিশ্চিত হয়েছেন যে সেটি মুন্নী। তাঁরা লাশ বান্দরবান জেলা শহরে নিয়ে যাওয়ার জন্য রওনা হয়েছেন।

গত রোববার ভারী বৃষ্টিতে বান্দরবান-রুমা সড়কের ২৫ কিলোমিটারের দলিয়ানপাড়া এলাকায় পাহাড়ধসে তিন নারী ও দুই পুরুষ নিখোঁজ হন। নিখোঁজ তিন নারীর মধ্যে ওই দিনই এক নারীর লাশ উদ্ধার করা হয়।

 

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print