
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় হালদা নদী থেকে আনুমানিক ২৮ বছর বয়সী এক পাহাড়ী যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ফটিকছড়ি নাজিনহাট চরগাঁওপাড়া নামক এলকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। স্থানীয় সুত্রে জানগেছে নিহত ব্যক্তি একজন উপজাতী তিনি বাঁশ ব্যবসায়ী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ইউসুফ মিয়া জানান, হালদা নদীতে এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থালে গিয়ে নিহতের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে নিহতের নাম-পরিচয় জানা না গেলেও চেহারে দেখে বুঝা যাচ্ছে যুবকটি পাহাড়ী।