t হাটহাজারীতে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম’র মিলনমেলা অনুষ্ঠিত – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

হাটহাজারীতে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম’র মিলনমেলা অনুষ্ঠিত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের হাটহাজারীতে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম’র মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৯ জুলাই) সকাল দশটায় হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।

মিলনমেলা উদযাপন কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধার সন্তান শেখ খোরশেদুজ্জামান ভি.পি এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর সাবেক ভাইস প্রেসিডেন্ট আলহাজ আবুল মনসুর।

মিলনমেলা উদযাপন কমিটির সদস্য সচিব মুক্তিযোদ্ধার সন্তান ওমর ফারুক চৌধুরী জীবন এর সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আক্তার উননেছা শিউলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী সহকারী কমিশনার (ভূমি) এস.আর. আরমান শাকিল, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ শামীম, কেন্দ্রীয় যুবলীগ সহ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দীন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল এর সহ সভাপতি সৈয়দ মোরশেদ হোসাইন, ছিপাতলী ইউপি চেয়ারম্যান নুরুল আহসান লাভু, গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সরওয়ার মোরশেদ তালুকদার, উত্তর মার্দাশা ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম চৌধুরী মাসুদ, মুক্তিযোদ্ধা জহুরুল হক কোম্পানী, সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা জসিম উদ্দীন, মুক্তিযোদ্ধা শাহ আলম চৌধুরী, উত্তর জেলা মহিলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক বাসন্তী প্রভা পালিত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার মীনা পারভীন।

সভায় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধাগন দেশ ও জাতির সূর্য সন্তান। ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধাগণ মহান স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। ছিনিয়ে এনেছিলেন বাংলাদেশের স্বাধীনতার রক্ত লাল সূর্যটিকে। সেই বীর মুক্তিযোদ্ধাগনের সন্তানদের আজ ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে এবং দেশ ও সমাজ বির্নিমানে কাজ করে যেতে হবে। মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী কর্মকান্ডে সক্রিয় হতে হবে। না হলে এসবের কালো থাবায় স্বাধীনতার যে সুফল আজ আমরা ভোগ করছি তা বিলীন হয়ে যেতে সময় লাগবেনা।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাটহাজারী পৌর সহায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলী আজম, পাবর্তী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল আলম।

মুক্তিযোদ্ধাদের সন্তানদের মধ্যে বক্তব্য রাখেন, জাহেদুল ইসলাম চৌধুরী, সাংবাদিক জিয়া চৌধুরী, আবদুস শুক্কুর, আবু সাইয়েদ, শওকত আকবর মুন্না, জসিম উদ্দীন মানিক, নুর হোসেন মিরাজ, কামাল আহমেদ, জসিম উদ্দীন মেম্বার, মুজিবুর রহমান মনি, ডাঃ সরওয়ার উদ্দীন, শফিউল আজম, হুমায়ুন নুর, ডা. তসলিম উদ্দীন চৌধুরী, ডা. সাবরিন আক্তার ফ্লোরা, আবু তৈয়ব চৌধুরী, শাহাদাত হোসেন, রেজাউল করিম জিকু, আসাদুল আলম মানিক, মোহাম্মদ আবদুস শুক্কুর, জিয়াউদ্দীন রিপন, খাদিজা বিন ইউসুফ, মোহাম্মদ হানিফ, নুরুল ইসলাম, মোহাম্মদ জুয়েল বাবু, রায়হান উল্লাহ মামুন, মোহাম্মদ আবীর, মোহাম্মদ রায়হান, আলী রাজ রাজু প্রমূখ। প্রেসবিজ্ঞপ্তি

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print