
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার এলাকায় যাত্রীবাহি বাসের ধাক্কায় এক রিকশা যাত্রী যুবক নিহত হয়েছেন। আজ রবিবার সকাল ৮টার দিকে বায়োজিদ থানার ফায়ার স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত রিকশা যাত্রীর (২৭) এর নাম পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলাব্রত বলেন, সকালে বায়েজিদ এলাকায় ব্যাটারি চালিত রিকশাকে একটি বাস ধাক্কা দিলে এক যুবক আহত হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।