
চট্টগ্রামে ইয়াবাসহ এবার গ্রেফতার হয়েছে এক আনসার সদস্যসহ ২ জন। রবিবার রাতে নগরীর সদরঘাট থানাধীন হোটেল শাহজাহান থেকে তাদের গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে সাড়ে ৪ হাজার ইয়াবা।
গ্রেফতারকৃতরা হলেন-আনসার সদস্য রফিকুল ইসলাম (৪৭) এবং রোহিঙ্গা নাগরিক নুর আহমদ (৫০)। গ্রেফতার হওয়া আনসার সদস্য খুলনার মগবাড়ি পুলিশ ক্যাম্পে কর্মরত রয়েছেন।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাজ থেকে সাড়ে চার হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি জানান, গ্রেফতারকৃত দুজন টেকনাফ থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রামে এসে হোটেল শাহজাহানে অবস্থান নেয়। সেখানে তারা এসব ইয়াবা বিক্রির চেষ্টা চালায়। গোপন খবরের ভিক্তিতে রাতে অভিযান পরিচালনা করে ২ জনকে ৪ হাজার ৬শ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য এর আগে গত ১৫ আগস্ট নগরীর আগ্রাবাদ বারিক বিল্ডিং এলাকায় ইয়াবা বিক্রিকালে গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়ে কোস্টগার্ড সদস্য লাট মিয়া ওরফে ইমনসহ ২ জন। এসময় ইমনের কাছ থেকে ৩ হাজার ইয়াবা পাওয়া যায়।
*ইয়াবা বিক্রিকালে আটক হলো কোস্টগার্ড সদস্যসহ ২ জন