ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কক্সবাজার সুইমিংপুলে স্কুলছাত্র সাগরকে পরিকল্পিত হত্যার অভিযোগ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

কক্সবাজার প্রতিনিধি:

coxsbazar sagar pict 21.06.2016
কক্সবাজারে হোটেল সিলভার সাইনের সুইমিংপুলের পানিতে ডুবিয়ে স্কুলছাত্র ফয়েজুল হক সাগর হত্যার প্রতিবাদে মানবন্ধন

কক্সবাজার শহরের জিরো পয়েন্টে ( হলিডেমোড়) আবাসিক হোটেল সিলভার সাইনের সুইমিংপুলের পানিতে ডুবে স্কুলছাত্র ফয়েজুল হক সাগরের (১৩) মৃত্যু হয়নি। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরিকল্পিত হত্যা দাবি করে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে তার (সাগর) স্কুলের সহপাঠী ও এলাকাবাসী।

মঙ্গলবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, স্কুলছাত্র সাগরের মৃত্যু সুইমিংপুলে পানিতে ডুবে হয়নি। তার মৃত্যুর পর মাথায় আঘাতের চিহ্ন ও রক্ত দেখা গেছে। এমন কী মৃতদেহ উদ্ধার হয়েছে পুরো উলঙ্গ। একজন সপ্তম শ্রেণির ছাত্র উলঙ্গ হয়ে সুইমিংপুলে গোসল করতে নামে না এবং ডুবে মরার মতো গভীরতাও নেই। ফলে এটি পরিকল্পিত হত্যা বলে প্রমাণ মিলেছে।

বক্তারা অভিযোগ করেন, বিলাস বহুল এই সিলভার সাইন হোটেলটিতে অসংখ্য সিসি ক্যামেরা রয়েছে। অথচ ঘটনার আগে ও পরে তিনঘণ্টা সিসি ক্যামেরা বন্ধ ছিল বলে হোটেল কর্তৃপক্ষ দাবি করছেন। একই সঙ্গে ঘটনার পর হোটেল কর্তৃপক্ষের পালিয়ে যাওয়া, মোটা অংকের টাকা দিয়ে বিভিন্ন মহলকে ম্যানেজ করার চেষ্টার খবরও পাওয়া গেছে। যা হোটেল কর্তৃপক্ষের কেউ পরিকল্পিতভাবে এই ন্যাক্কার জনক হত্যা করেছে বলে ইঙ্গিত করেন। সমাবেশে এ ঘটনার তদন্ত করে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন, নিহত সাগরে মাতা খালেদা বেগম, কক্সবাজার কেজি এন্ড মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী, হোটেল শ্রমিক লীগ সভাপতি রুহুল কাদের মানিক, পৌর টমটম মালিক সমিতির সভাপতি জাপা নেতা নাজিম উদ্দিন, হাজি ছিদ্দিকীয় স্কুলের সহকারী শিক্ষক নুরুল আলম সরকার, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সৌরভ দে, জেলা ছাত্রলীগ নেতা বিপ্লব মুন্না, শহর ছাত্র ইউনিয়নের সভাপতি উত্তম মারমা।

স্থানীয় ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ পরিচালনা করেন যুব নেতা এইচ এম নজরুল ইসলাম। মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপিও প্রদান করা হয়।

উল্লেখ্য, গতকাল সোমবার দুপুর ১২টার দিকে কক্সবাজার শহরের জিরো পয়েন্ট হলিডে মোড় এলাকায় হোটেল সিলভার সাইনের সুইমিংপুলে থেকে নিহত ফয়েজুল হক সাগর (১৩) এর মৃতদেহ উদ্ধার করা হয়। লাশের ময়না তদন্তশেষে সোমবার সন্ধ্যায় দাফন করা হয়।

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print