ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

স্টীল মিল-কাটগড়, সল্টগোলা অস্থায়ী পশুর হাট নিয়ে জনদুর্ভোগের আশঙ্কা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সামনে পবিত্র কোরবানীর ঈদকে লক্ষ্য করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু-ছাগল, মহিষ (পশু) আসতে শুরু করেছে। নগরীর ঐতিহ্যবাহী পতেঙ্গার স্টীল মিল-কাটগড় এবং ইপিজেডের সল্টগোলা অস্থায়ী পশুর হাট(সিমেন্ট ক্রসিং হতে মহাজানঘাটা, (র‌্যাব ৭ গলির মুখ ) পর্যন্ত রাস্তার দুই পাশে বাশেঁর খুটি স্থাপন করে এই হাট গুলো চসিক ইজারা দেন বলে জানা গেছে ।

তবে এই অঞ্চলের অত্যাধিক পুরাতন হাট ইসলামীয়া হাট(কমল মহাজন) প্রকাশ কইল্লার হাটি টি নানাবিদ কারণে বসছে বলে জানা যায়, তবে চসিক ইজারাদার কমিটি সূত্রে এবারও হাটটি প্রায় ৭১হাজার টাকা ধরে কোন এক ব্যাক্তি ইজারা নিলেও বিশেষ কোন এক অদৃশ্য কারণে এই হাটে গত বার ওকোন পশু যায় নি এবার না যাওয়ার সুস্পস্ট লক্ষন দেখা গেছে। কেন না এখনো গরু -ছাগল রাখার জন্য ইজারাদার কর্তৃপক্ষ কোন ব্যবস্থা সেখানে করেন নি। বিষয়টি নিয়ে অভিজ্ঞ মহল উদ্বোগ প্রকাশও করছেন…..!

দেশের কুষ্টিয়া চাপাইনবাবগঞ্চ বগুড়া সহ প্রতন্ত অঞ্চল থেকে কিছু গরু-ছাগল আসতে দেখা গেলও তা গত বছরের তুলনাই খুবই নগন্য। হাট ইজারাদার কর্তৃপক্ষর আশা আজ রাত্রের মধ্যেই হাট গুলো জমে উটবেই।গত দুদিনে এই অস্থায়ী হাটগুলোতে কোন বেচা বিক্রি হয়নি । তবে সকাল থেকেই স্থানীয় লোকদের হাটে ভিড় জমাতে দেখা গেছে প্রচুর পরিমানে ।

উল্লখ্য যে,স্টীল মিল-কাটগড় হাটটি প্রায় ২ কোটি টাকায় ইজারা নেন হোসেন আহম্মদ পাড়া কেন্দ্রিয় জামে মসজিদ কমিটি এবং ২৮লাখ টাকা মূল্যের সল্টগোলা অস্থায়ী পশুর হাট টি সাইফুদ্দিন নামের এক যুবক সহ(হাজী বারেক, হারুন,ইউনুছ)গংরা ইজারা নেন বলে চসিক সূত্রে জানা গেছে।

এছাড়া অপর কমল মহাজন হাট প্রকাশ কইল্লার হাটটি কে বা কারা ইজারা নিয়েছে তা জানা যায়নি।

এই অস্থায়ী পশুর হাট গুলো নিয়ে ইতিমধ্যেই নানাবিদ মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বলছে, হাটগুলো মূল সড়ক থেকে দূরে থাকার কথা থাকলেও প্রভাবশালী, সরকারদলীয় ব্যক্তির দলীয় প্রভাব এবং স্থানীয় থানা প্রশাসনকে অবৈধ ভাবে ব্যবহার করে জন দুর্ভেোগ সৃষ্টির আশংকা করেছেন এলাকাবাসী।

এমনিতেই গামের্ন্টস শিল্প,বিমানবন্দর, তেল সেক্টর, নৌ ও বিমান ঘাঁটি এবং পতেঙ্গা সৈকত সহ বিশেষ করে বর্তমানে হজ্ব যাত্রীর সরাসরি চট্রগ্রাম বিমান বন্দর হতে ফ্লাইট হওয়াতে রোড়ে যান চলাচল বেড়েছে। তাই যাজট সহ নিদারুণ সমস্যা এই হাট গুলো নিয়ে সচেতন মহল কিছুটা উদ্বেগ। এর মধ্যে গত দুদিনে এলাকাতে দুটি দূর্ঘটনায় ২ নিহত এবং ৫জন আহত হবার খবর সবাই জানা ।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট