হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

জেলার হাটহাজারীতে যানজট নিরসনে আজ ২৬ আগষ্ট শনিবার পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। জেলা পুলিশ ও হাটহাজারী পুলিশ যৌথভাবে পরিচালিত েএ অভিযানের প্রথম দিনে উপজেলার বিভিন্ন স্থান থেকে ৮০টি মোটরসাইকেল জব্দ এবং সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা সরিয়ে দেয় পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, হাটহাজারীতে যানজট কমাতে জেলা পুলিশের সহযোগীতায় সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত হাটহাজারী অক্সিজেন মহাসড়কস্থ বাসস্ট্যন্ড জিরো পয়েন্ট ও থানার সামনে থেকে প্রায় ৮০টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ, পাশাপাশি হাটহাজারী বাসস্টপ, কলেজ গেইট, কাচারী সড়কের দুই পার্শ্বের অবৈধ স্থাপনা ও পার্কিং সরিয়ে দেয় পুলিশ। অভিযানে থানার বেশ কয়েকটি টিম কাজ করে।
চট্টগ্রাম উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা বলেন, পবিত্র কোরবানি ঈদকে সামনে রেখে যানচলাচল স্বাভাবিক রাখতে হাটহাজারী বাসস্ট্যন্ড, কলেজ গেইট, কাচারী সড়কসহ কয়েকটি স্থানে সড়কের পাশে অবৈধ স্থাপনা সরিয়ে দেয়া হয়, বৈধ কাগজপত্র পরিক্ষা-নিরীক্ষা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।