
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বোয়ালখালীতে বাছুরসহ চার গরু চুরি করে নিয়ে গেছে চোরেরদল। রবিবার (২৭ আগস্ট) ভোর রাতে উপজেলার পোপাদিয়ায় ইউনিয়নে বিদগ্রাম ও পৌর এলাকার পূর্ব গোমদন্ডী মুজাহিদ চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটেছে। চুরি যাওয়া গরুর মধ্যে ২টি গরু কোরবানী উপলক্ষে বিক্রির জন্য রাখা হয়েছিল।
পোপাদিয়া বিদগ্রামের প্রণব ভঞ্জের স্ত্রী প্রীতি ভঞ্জ জানান, গোয়ালঘর থেকে ভোররাতে দুইবছর বয়সী বাছুরসহ লাল রঙয়ের ১টি গাভী নিয়ে যায় চোরের দল। বাছুরসহ গাভীটির আনুমানিক মূল্য ১লক্ষ ৪০হাজার টাকা। এ ব্যাপারে তিনি থানায় সাধারণ ডায়েরী করেছেন।
পৌর এলাকার পূর্ব গোমদন্ডী মুজাহিদ চৌধুরী পাড়ার নোয়া মিয়ার ছেলে মো. ওসমান জানান, কোরবানির ঈদ উপলক্ষে বিক্রয়ের জন্য আনা লাল ও কালো রঙয়ের দুটি ষাঁড় ফজরের আযানের পর গোয়ালঘর থেকে নিয়ে গেছে চোরের দল। ষাঁড় দুইটির আনুমানিক মূল্য ২লক্ষ ২০হাজার টাকা। এ ঘটনায় থানায় ডায়েরী করবেন বলে জানিয়েছেন তিনি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহ্ উদ্দিন চৌধুরী বলেন, চুরি যাওয়া গরু উদ্ধারে কাজ করছে পুলিশ।