
চট্টগ্রামের বৃহত্তর চালের আড়ত চাক্তাইয়ে চাল মজুতদারীর বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করে রাখে ব্যবসায়িরা। পরে অতিরিক্ত পুলিশ ও র্যাব গিয়ে ম্যাজিস্ট্রেটকে উদ্ধার করেছে। আদালত অতিরিক্ত মূল্যে চাল বিক্রি এবং অতিরিক্ত চাল মজুতের অভিযোগে একটি আড়তের ম্যানেজারসহ ২ জন গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়েছে।
দণ্ডিতদের মধ্যে হাজী বদিউর রহমান এন্ড সন্স এর ম্যানেজার মোঃ দিদারুল আলমকে ৩ মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং আদালতের কার্যক্রমে বাধা প্রদানের অভিযোগে ব্যবসায়ী মোঃ জাহিদুল ইসলাম শাওনকে এক মাসের বিনাশ্রমে করাদণ্ড দেয়া হয়।
আজ মঙ্গলবার বিকালে জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ আলী।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ আলী বলেন, চাল মজুদ করে মুল্য বৃদ্ধির বিরুদ্ধে অভিযান পরিচালনাকালে চাক্তাইয়ের একটি চালের আড়তে অতিরিক্ত মূল্য এবং বিপুল পরিমাণ চাল মজুদ করে বাজারে কৃত্রিম সংকটের অভিযোগের প্রমাণ পাওয়া যায়। এসময় র্যাব-পুলিশে ক্যাব প্রতিনিধি, ব্যবসায়ী নেতাদের উপস্থিতিতে হাজী বদিউর রহমান এন্ড সন্স এর ম্যানেজারকে আটক করা হলে চাক্তাইয়ের চাল ব্যবসায়ীরা ভ্রাম্যমান আদালেতকে ঘেরাও করে রাখে। এ সময় চাক্তাইয়ের চাউল ব্যবসায়ী সমিতির অফিসে ব্যবসায়ী বৈঠকের কথা বলে অবরুদ্ধ করে রাখলে অতিরিক্ত র্যাব পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।
জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরের চাক্তাই এলাকায় চাল মজুতদারীর বিরুদ্ধে জেলা প্রশাসন, চট্টগ্রাম এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর সমন্বয়ে বাজার মনিটরিং টিমের অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে হাজী বদিউর রহমান এন্ড সন্স কর্তৃক অতিরিক্ত মূল্যে চাল বিক্রি এবং অতিরিক্ত চাল মজুতের অভিযোগে প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ দিদারুল আলমকে গ্রেফতার করা হয়েছে। এসময় কতিপয় দুষ্কৃতিকারী আসামীকে ছিনিয়ে নিতে চেষ্টা করে এবং মোবাইল কোর্টের কার্যক্রমে বাঁধা প্রদান করে। এক পর্যায়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং র্যাব-৭ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযানে শক্তিবৃদ্ধি করে।
অভিযানে ধৃত আসামী মোঃ দিদারুল আলমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারায় ৩ (তিন ) মাস কারাদন্ড ও ১ লক্ষ টাকা অর্থদন্ড এবং মোবাইল কোর্ট কার্যক্রমে বাঁধা প্রদানের অভিযোগে আসামী মোঃ জাহিদুল ইসলাম শাওন কে দন্ডবিধি,১৮৬০ এর ১৮৬ ধারায় ১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।