
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, দেশ সবার সকল ধর্মীয় সম্প্রদায়ের সম্মিলিত প্রয়াসে দেশ সামনে এগিয়ে যাবে। তিনি সকল ধরনের সংকীর্ণতা পরিহার করে সকলকে ঐক্যবদ্ধভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান উদযাপনের আহবান জানান।
তিনি আজ রবিবার বিকেলে আন্দরকিল্লাস্থ তার বাসভবনে নগরীর ২ শত ৬৬ টি পুজা মন্ডপে অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন।
এসময় মেয়র আরো বলেন, দেশে নানামুখি সংকট বিদ্যমান। একদিকে মিয়ানমার থেকে আগত শরনার্থী অপরদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৩০ জেলার লক্ষ লক্ষ মানুষের আহাজারি। সবকিছু ঠান্ডা মাথায় সফলতার সাথে মোকাবিলা করছেন দৃঢ়চেতা সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি নানা প্রতিকূলতাকে অতিক্রম করে দেশের স্বার্থকে অটুট রাখার প্রত্যয়ে সারা বিশ্বকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মো. সলিম উল্লাহ বাচ্চু।
এতে উপস্থিত ছিলেন , বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর শৈবাল দাশ সুমন, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারন সম্পাদক এডভোকেট চন্দন তালুকদার, চট্টগ্রাম মহানগর পুজা উদযাপন কমিটির সভাপতি অরবিন্দ পাল অরুন, সাধারন সম্পাদক সুজিত দাশ, সাবেক সাধারন সম্পাদক অধ্যাপন অর্পন ব্যানার্জি, লায়ন আশিষ ভট্টচায
নাগরিক সেবার অংশ হিসেবে এবারের দূর্গোৎসবে ১৩ লক্ষ ৩০ হাজার টাকা সার্বজনিন অনুদান প্রদান ছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত পুজা উদযাপন পরিষদকে ২২ লক্ষ টাকা, ৪টি সেবক কলোনী পুজো উদযাপন কমিটিকে ১ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে।