
বিপন্ন রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান, নগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর ব্যবস্থাপনায় উখিয়ার বালুখালীতে অবস্থিত ক্যাম্প-২ নারী পুরুষ ও শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় রবিবার দুপুর সাড়ে ১২ উখিয়াস্থ মায়ানমান সীমান্তের পাশে বালুখালী ক্যাম্প-২ যুবলীগ ও ছাত্রলীগের একটি প্রতিনিধি দল সেনাবাহিনীর সহযোগিতায় সুশৃঙ্খলভাবে খাবার বিতরণ করেন।
প্রতিনিধি দলের চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, মাহবুবুর রহমান সুমন, সদস্য নুুরুল আনোয়ার, এসএম সাঈদ সুমন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও ওমরগণি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান তারেক, কেন্দ্রীয় ছাত্রলীগের সবেক উপ-সমাজসেবা সম্পাদক ফরহাদুল ইসলাম রিন্টু, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, যুবলীগের নেতা আসরাফুল গণি, দেলোয়ার হোসেন, ওসমান গণি, এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা নোমান চৌধুরী রাকিম প্রমুখ উপস্থিত ছিলেন।