
পায়ূপথে ইয়াবা বহন করে চট্টগ্রাম নগরীতে প্রবেশের সময় দুই ব্যাক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাদের কাছ থেকে বিশেষ কৌশলে পায়ূপথে লুকিয়ে রাখা তিন হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আজ রবিবার বিকেলে তিনটায় নগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, ইলিয়াছ (২২) ও হাসন (৩৫)।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ পরিচালক শামীম আহমেদ বলেন, আটককৃতরা টেকনাফ থেকে পায়ূপথে বহন করে ইয়াবা নিয়ে এসেছিল। আমরা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করার মাধ্যমে বিষয়টি জানতে পারি। পরে ঔষধ খাইয়ে ইয়াবাগুলো বের করে আনা হয়।