
মহানগরীর বায়েজিদ থানাধীন ওয়াজেদিয়া এলাকা থেকে একটি দেশীয় তৈরী অস্ত্র ও ৫ রাউন্ড কার্তুজসহ অস্ত্র ব্যবসায়ী মো: ইউনুছ (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত ১২টা নাগাদ বায়েজিদ থানাধীন ওয়াজেদিয়া মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
সময় গ্রেফতারকৃত ইউনুছের কাছ থেকে পুলিশ দেশীয় তৈরী একটি একনালা বন্দুক ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে।
বায়েজিদ থানার সাব ইন্সপেক্টর মো: নাছিম বিষয়টি নিশ্চিত করে পাঠক ডট নিউজকে জানায়, গ্রেফতারকৃত ইউনুছ দীর্ঘদিন ধরে অস্ত্র ও মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে জানিয়েছে। সে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার আহম্মদ বাড়ির মৃত কবির আহম্মদের পুত্র।
এব্যাপারে থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।