
নগরীর আগ্রাবাদস্থ সিডিএ ২২ নং রোডে অবস্থিত রেনেসাঁ স্কুল এন্ড কলেজে বই উৎসব উৎযাপিত হয়েছে। ১ জানুয়ারী দুপুরে আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ এম মোসলেহ উদ্দিন বাহারের সভাপতিত্বে ও সহকারী অধ্যক্ষ এস এম তৌহিদ সঞ্চালনায় বই বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক ভোরের পাতা এর চট্টগ্রাম জেলা প্রতিনিধি রিয়াজুর রহমান রিয়াজ, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মাকসুদুর রহমান মাকসুদ। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক মো. হাফিজুর রহমান, সিনিয়র শিক্ষিকা সেলিনা আকতার, সালমা শাহীন।
বই বিতরণ পূর্ব সভায় প্রধান অতিথি রেনেসাঁ স্কুল এন্ড কলেজের প্রশংসা করে বলেন, নতুন বছরের প্রথম দিনেই বই উৎসবের মত একটি কর্মকান্ডের আয়োজনে সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে প্রমাণ করল অত্র প্রতিষ্ঠানটি শিক্ষা কার্যক্রমে এক ধাপ এগিয়ে আছে। দেশে প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থায় রেনেসাঁ স্কুল এন্ড কলেজের ঐতিহ্যকে ধরে রাখার নিমিত্তে শিক্ষার্থীদের পাঠদানে শিক্ষকদের আরো সচেতন হওয়ার আহবান জানান।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষিকা ইসরাত জাহান, জান্নাতুল ফেরদৌস, দিল আফরোজা, তাহারিন আকতার জুলি, পারভীন, ঝর্ণা আকতার প্রমুখ।