
কক্সবাজারে পূর্বানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে তেহেরী খেয়ে একটি স্কুলের অন্তত ৫০ জন এসএসসি পরিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
মঙ্গলবার সদর উপজেলার ইদগাহ আইডিয়াল হাইস্কুলে এ ঘটনা ঘটে।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নোমান হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইংরেজি নববর্ষ উপলক্ষে স্থানীয় পূর্বানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে থেকে তেহেরী আনা হয়েছিল।
তিনি বলেন, খবর পেয়েই ওই হোটেলটিতে অভিযান চালিয়ে তা বন্ধ করে দেয়া হয়েছে।
নির্বাহী কর্মকর্তা আরো জানান, ঘটনার পরই অসুস্থ শিক্ষার্থীদের ডায়বেটক কেয়ার অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলা প্রশাসন এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা খুরশিদুল জান্নাত বলেন, আমরা হোটেলের মালিক উত্তম রায় পুলকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবো।