
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডের ঘোড়ামরার পাক্কা মসজিদ এলাকার অভিযান চালিয়ে দুই হাজার দুইশত পিস ইয়াবাসহ দুই নারী ও এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার ৮ জানুয়ারী দুপুর ১২ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গোপন সংবাদের সূত্রে খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে পুলিশের এসআই মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশ তাদের আটক করেছে।
আটকৃত ব্যক্তিরা গাড়ি থেকে নেমে পায়ে হেটেঁ যাওয়ার সময় তাদের আটক করে দেহ তল্লাসী করে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো মোহাম্মদ ইসমাইল (৬৫) পিতা মৃত গোলাম শরীফ,আমেনা বেগম (৫৫) তারা দুইজন স্বামী স্ত্রী। এবং রাজিয়া বেগম (৪৫) পিতা নুর আহম্মদ।
তিনজনের বাড়ী কক্সবাজার জেলার টেকনাফ থানার হোয়াইকং এলাকায়।
আটককৃত দুই হাজার দুইশত ইয়াবার মূল্য ৬ লক্ষ ৬০ হাজার টাকা। বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান আটককৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে।