ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালখালীতে যুবককে গুলি ও কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

জেলার বোয়ালখালীতে ইয়াবা বিক্রি করতে নিষেধ করায় গিয়াস উদ্দিন কাদের (২৮) নামের এক যুবককে গুলি করে ও কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

উপজেলার সারোয়াতলী লালারহাট এলাকার মনির বিল্ডিং এর সামনে শুক্রবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।

গুরুতর আহত গিয়াস উদ্দিন কাদের বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎকরা। তিনি সারোয়াতলী ইউনিয়নের পূর্ব খিতাপচর আদু খান বাড়ীর মো. রফিক চৌকিদারের ছেলে। সে বেঙ্গুরা লালার হাট মনির বিল্ডিংয়ে ভাড়া বাসা পরিবার নিয়ে বসবাস করে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে গিয়াসের বাসার প্রবেশদ্বারে আগে থেকে তালা লাগিয়ে উৎ পেতে থাকে দুর্বত্তরা। রাত সাড়ে ১১টার দিকে গিয়াস বাসা প্রবেশ করার সময় কিরিচ, হকিস্টিক দিয়ে অর্তকিত হামলা চালায়। এ সময় গিয়াসে শরীর বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে তারা। এছাড়া বাম পায়ে গুলি করে। গুলির শব্দ শুনে এলাকাবাসী ও গিয়াসের স্ত্রী ডাকাত ডাকাত চিৎকার করলে দুর্বৃত্তরা সিএনজি চালিত অটো-রিকশা করে পালিয়ে যায়।

.

গুরুতর আহত অবস্থায় গিয়াস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক।

জানা গেছে, গিয়াস আগে ইয়াবা ব্যবসার সাথে জড়িত ছিলো। বর্তমানে সে ইয়াবা বিক্রি ছেড়ে দিয়ে ইট, বালু ও গাছের ব্যবসা করছিলো। এতে ইয়াবা ব্যবসায় জড়িতরা ক্ষুদ্ধ হয়ে এ ঘটনা ঘটাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করে পুলিশের।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক মো. দেলোয়ার হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, ঘটনাস্থলে থেকে পুলিশ গুলির খোসা ও বন্দুকের বাট পাওয়া গেছে। আহত গিয়াসের বক্তব্য রেকর্ড‘ করা হয়েছে। গিয়াসের শরীরে ধারালো অস্ত্রের মারাত্মক আঘাত রয়েছে। এছাড়া বাম পায়ে গুলি লেগেছে।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু দাস রানা বলেন, ‘গিয়াসের প্রতিপক্ষরা প্রতিশোধ নিতে এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছি। এ ঘটনায় অপরাধীদের ধরতে অভিযান চলেছে।’

গিয়াসের স্ত্রী রিমি আকতার বলেন, ঘটনার দিন রাত সাড়ে ১১টার দিকে গিয়াসের চিৎকার ও গুলির শব্দ শুনে ঘর থেকে বেড়িয়ে ডাকাত ডাকাত চিৎকার করলেও দুর্বৃত্তরা পালিয়ে যায়। প্রায় ৭জনের এ দুর্বৃত্তদের হাতে কিরিচ, হকিস্টিক ও আগ্নেয় অস্ত্র ছিলো।

সারোয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলাল হোসেন বলেন, ‘গিয়াসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। ইয়াবা বিক্রিতে বাধা দেয়ায় প্রতিশোধ নিতে এ ঘটনা হতে পারে।’

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print