
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
জেলার সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে মো.নুরুজ্জামান রনি (২৬) নামে এক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ১৮ জানুয়ারী বিকালে উপজেলার সোনাইছড়ি কাসেম জুট মিল ঢাকা-চট্টগ্রাম রেললাইন এ ঘটনা ঘটে।
ট্রেনের কাটায় তার শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। তার পকেটে একটি চাকুরীর কার্ড পাওয়া যায়।
জিআরপি থানার ওসি সহিদুল ইসলাম পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জিআরপি থানার পুলিশ সন্ধ্যার দিকে লাশটি উদ্ধার করতে ঘটনাস্থলে আসে। নিহত যুবক সাতক্ষীরা জেলার আবদুর রউফের পুত্র বলে জানা যায়।
সীতাকুণ্ড ফৌজদারহাট জিআরপি পুলিশের সহকারি-উপ-পরিদর্শক মো.ফারুক জানান, উপজেলার সোনাইছড়ি কাসেম জুট মিল রেলওয়ে এলাকায় বিকালে ঢাকামুখি একটি ট্রেনে কাটা পড়ে নূরুজ্জামান। বিষয়টি আমাকে স্থানীয় প্রতিনিধি অবগত করলে আমরা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করি। উদ্ধার পরবর্তী আমরা সুরতাল রিপোর্টের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করি।