
বান্দরবন জেলার আলীকদম থানাধীন পানবাজার এলাকা থেকে ১৩ টি অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৭। গ্রেফতারকৃতরা হলো, মো: আসকর আলী (১৮), মো: দুলাল মিয়া (২৯) ও মো: ফারুক হোসেন (২৬)।
আজ শুক্রবার সকালে এই অভিযান চালানো হয়।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে-৫ টি এসবিবিএল, ৮ টি ওয়ান শুটারগান এবং ১৯ রাউন্ড গুলি (১২ বোর শর্টগান)।
বিষয়টি নিশ্চত করে র্যাব-০৭ এর সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ চট্টগ্রাম অঞ্চলের সিনিয়র এএসপি সাহেদা সুলতানা ও লে. কমান্ডার আশিকুর রহমান এর নেতৃত্বে র্যারের একটি দল আজ সকালে অভিযান পরিচালনা করে ১৩টি দেশীয় অস্ত্র, ১৯রাউন্ড গুলি উদ্ধার, দুটি মোটর সাইকেল জব্দ ও এ ঘটনায় জড়িত থাকায় ৩জনকে আটক করে।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত রয়েছে এবং আসামী মোঃ দুলাল চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন ছিন্নমুল এলাকার সন্ত্রাসী ‘‘মশিউর বাহিনীর’’ অন্যতম সদস্য।
আরো উল্লেখ্য যে, তারা উক্ত অবৈধ অস্ত্র দিয়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করে থাকে এবং এলাকায় প্রভাব বিস্তারের লক্ষ্যে তারা সর্বদা অবৈধ অস্ত্র মজুদ রাখে।
গ্রেফতারকৃতের আলীকদম থানায় হন্তান্তর করা হয়েছে।মামলা দায়েরর প্রস্তুতি চলছে ।