
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের কর্ণফুলী থানার চাঁদাবাজীর একটি মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মো. লোকমান (৩৮) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আজ শুক্রবার বেলা ২টায় কর্ণফুলী জুলধা ইউনিয়নের ডাঙ্গারচর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা চেষ্টার অপর আরেকটি মামলাও রয়েছে বলে জানা গেছে। লোকমান ওই এলাকার মো. সোলায়মানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ওসি (তদন্ত) হাসান ইমাম জানান, চাঁদাবাজীর একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী লোকমান দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সংবাদ পেয়ে শুক্রবার বেলা ২টায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আর কোন মামলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
আগামীকাল শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলেও ওসি তদন্ত জানান।