ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চবি ছাত্রলীগের দুই গ্রুপে ফের সংঘর্ষ, অস্ত্রসহ আটক ১

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

রাতের ঘটনার রেশ না কাটতেই ফের সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপ। এতে অস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ। বিবাদমান দুইটি গ্রুপ হলো নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীনের অনুসারী সিক্সটি নাইন ও প্রয়াত নগর আওয়ামীগের সভাপতি এ বি এম মহিউদ্দীন চৌধুরীর অনুসারী সিএফসি।

আজ রবিবার (২১ জানুয়ারী) বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনে এই ঘটনা ঘটেছে।

এর আগে গতকাল শনিবার ( ২০ জানুয়ারী) রাত সাড়ে ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে  ধাওয়া পাল্টা ধাওয়ার ও সংঘর্ষ ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের দুই জন কর্মী আহত হয়।

১৬ ঘন্টার ব্যবধানে ফের আজ সকালে সংঘর্ষে লিপ্ত হল চবি দু’গ্রুপ।

সূত্রে জানা যায়,সকালে শাহজালাল হলে সিক্সটি নাইন গ্রুপের রিফাত নামের একজন কর্মীকে মারধর করে সিএফসি গ্রুপের কয়েকজন।এ ঘটনার জেরে ক্যাম্পাসে উত্তেজনা দেখা দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএফসি গ্রুপের শাকিল নামের একজনকে আটক করে তবে তাৎক্ষনিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে সিএফসি গ্রুপের নেতা ও সাবেক কমিটির সভাপতি আব্দুল হান্নান সাব্বির বলেন, আসন্ন কমিটি গঠনের প্রক্রিয়াকে বানচাল করতে নাছির গ্রুপের সিক্সটি নাইন গ্রুপের কর্মীরা আজ সকালে আমার কর্মীর উপর হামলা চালিয়েছে। আমরা এর উপযুক্ত বিচার চাই।

কর্মী আটকের বিষয়ে তিনি বলেন, কোন ধরনের অভিযোগ ছাড়া আমার কর্মীকে আটক করা হয়েছে। আমি অতিসত্বর তার মুক্তি দাবি করছি।

তবে সিক্সটি নাইন গ্রুপের নেতা ও সাবেক কমিটির উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইকবাল টিপু বলেন,কালকের ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় এ ধরনের উত্তেজনা বিরাজ করছে।তাদের কারনে সংগঠনের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে।তারা যদি দ্বায়িত্বশীলতার পরিচয় দিলে কালকের ঘটনার সুষ্ঠু বিচার করতো তাহলে এ ধরনের ঘটনা ঘটত না।

এ ব্যাপারে জানতে হাটহাজারি মডেল থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীরকে মুঠোফোনে কল দিলে তিনি ব্যস্ত আছেন জানিয়ে কল কেটে দেন।

*রাতে চবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

 

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print