
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এমপি বলেছেন, খালেদা জিয়ার রায়কে ঘিরে কিছুই হবে না। আইনমত তার বিচার হচ্ছে। দেশের মানুষ অনেক শান্তিকামী, দেশের মানুষ ভাঙচুর ও সন্ত্রাসী কর্মকান্ড পছন্দ করেনা। কাজেই আমরা মনে করি খালেদা জিয়ার বিচারের রায়কে কেন্দ্র করে কোন কিছুই হবে না।
মন্ত্রী আজ শুক্রবার হেফাজতে ইসলামের আমীর ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর সাথে এক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নে জবাবে এ কথা বলেন।
সামনের নির্বাচনকে কেন্দ্র করে হেফাজতের সাথে রাজনৈতিক কোন আলাপ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, হুজুরকে দেখতে ও হুজুর থেকে দোয়া নেওয়ার ইচ্ছে ছিল। সে উদ্দেশ্যে হুজুরের সাথে দেখা করতে এসেছি। তার কাছে দেশের জন্য দোয়া চেয়েছি। তিনি দেশের জন্য দোয়া করেছেন। তিনি সবার জন্য মন খুলে, প্রাণ খুলে দোয়া করেছেন। রাজনৈতিক কোন আলাপ নয়, শুধু হুজুরের নিকট থেকে দোয়া নিতে এসেছি।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় তিনি হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালকের কার্যালয়ে আহমদ শফীর সাথে ও দীর্ঘ ১ঘন্টা সাক্ষাৎ শেষে তিনি চট্টগ্রামে একটি অনুষ্ঠানে অংশ নিতে সড়কপথে নগরীতে রওনা দেন।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বিকেল সাড়ে ৪টায় হাটহাজারী মাদরাসায় পৌঁছলে এসময় মাদরাসার পক্ষ থেকে মুফতি জসীুুদ্দীন ও মাওলানা আনাস মাদানী তাঁকে স্বাগত জানান। মন্ত্রী মাদ্রাসা প্রাঙ্গণে বেনায়ে ফুজলায়ে দারুল ঊলুম হাটহাজারী নামে একটি ছাত্রদের জন্য একটি আবাসিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এসময় সাতকানিয়া-লোহাগাড়া আসনের এমপি আবু রেজা মো. নেজাম উদ্দীন নদভী, সরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মনিরুজ্জামান মনি, চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, র্যাব-৭ এর সিও কর্ণেল মিফতা ছাড়াও হেফাজত আমীরের পুত্র হাটহাজারী মাদরাসার সহকারী শিক্ষাপরিচালক মাওলানা আনাস মাদানী উপস্থিত ছিলেন।
মন্ত্রী এর আগে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে ফটিকছড়ি উপজেলার নানুপুরস্থ জামেয়া ইসলামিয়া ওবায়দিয়া মাদ্রাসায় যান। সেখানে জুমআ’র নামাজ আদায় ও মধ্যাহ্নভোজে যোগ দেন।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এমপি চলে যাওয়ার পর হেফাজতে ইসলামের আমীর হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান সাবেক মন্ত্রী মির মোহাম্মদ নাসির উদ্দিন।