
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলায়, ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ কনস্টেবল নিহত ও অপর দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছে।
সোমবার রাতে রাত ১০টা ১০ মিনিটে উপজেলার ইন্দ্রপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত পুলিশ কনস্টেবল এর নাম অভি বড়ুয়া প্রকাশ রাসেল বডুয়া (৩০) বলে জানা গেছে।
পটিয়া থানার ওসি শেখ মো. নেয়ামত উল্লাহ এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত অভি বড়ুয়াসহ সিএমপির মনসুরাবাদ পুলিশ ফাঁড়ির ৩ কনস্টেবল পটিয়ার একটি গ্রামে বিয়ে খেয়ে চট্টগ্রাম শহরে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত অভি বড়ুয়ার লাশ মর্গে এবং আহত অপর দুই কনেস্টেবলের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানাগেছে।