
নাশকতার পরিকল্পনার অভিযোগে চট্টগ্রামে জামায়াতে ইসলামীর ২২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে কোতোয়ালী থানার আলকরণ এলাকা থেকে সংগঠনের একটি বৈঠক থেকে তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশ দাবী করেছে।
গ্রেফতারকৃতরা সবাই জামায়াতের সহযোগী সংগঠন বাংলাদশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মী।
সিএমপি কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন ২২ জামায়াত নেতাকর্মীকে গ্রেফতারের বিষয়টি পাঠক ডট নিউজকে নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের নাম জানাগেছে। তারা হলেন, মো. আলমগীর বাদশা, মো. রিদওয়ান, মো. শাকিল, নেজাম উদ্দিন, মো. সোহেল, মো. ওসমান, মো. আরিফ, মো. আরাফাত, মো. তোফায়েল, মো. ইমরান, মো. আরমান ও মো. নবী হোসেন প্রমুখ।