ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে চলছে পুলিশের বিশেষ অভিযান, আটক শতাধিক

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

আগামীকাল ৮ ফেব্রুয়ারী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে রায় ঘোষণাকে ঘিরে টান টান উত্তেজনা বিরাজ করছে চট্টগ্রাম জুড়ে। চলছে পুলিশের গণ গ্রেফতার। মঙ্গলবার থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলছে যানবাহন তল্লাশী। এছাড়া রাষ্ট্রায়াত্ত তিনটি তেল স্থাপনার নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ন এসব স্থাপনা রক্ষায় নগরীর পতেঙ্গা থানার সিমেন্ট ক্রসিং থেকে বিমানবন্দর সড়ক দুদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম নগর পুলিশ।

বিশেষ এ অভিযানে যানবাহন থেকে কোন অস্ত্র বা বিস্ফোরক উদ্ধার করতে না পারলেও গতকাল থেকে নগরী ও জেলায় অভিযান চালিয়ে পুলিশ শতাধিক বিএনপি জামায়াতের নেতাকর্মীকে আটক করেছে।

এদিকে সিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- চট্টগ্রাম মহানগরীতে যে কোন অবাঞ্চিত ব্যক্তির প্রবেশ, অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি বহন, ইট পাথর বা নিক্ষেপযোগ্য কোন কিছু বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেন নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার।

.

আদেশে নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার বলেন, ‘বৃহস্পতিবার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উশৃঙ্খল নেতা-কর্মী ও সমর্থকরা ধ্বংসাত্মক ও নাশকতামূলক কর্মকা-ের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে চট্টগ্রাম মহানগরীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালানোর আশংকা রয়েছে।

তাই জনস্বার্থে ১৯৭৮ সালের চট্টগ্রাম মেট্রোপলিটন অধ্যাদেশ এর ২৯ ও ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে এ আদেশ জারি করা হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আদেশ বলবৎ থাকবে।

এছাড়া অপর এক আদেশে আজ ৭ ফেব্রুয়ারী বিকাল ৪ থেকে আগামীকাল ৮ ফেব্রুয়ারী রাত ১০ টা পর্যন্ত নগরীর সিমেন্ট

ক্রসিং থেকে পতেঙ্গা ১১ নং ঘাট(মেরিন একাডেমী ঘাট) পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনা, নৌ, বিমান বাহিনী এবং ঐ এলাকার সংশ্লিষ্ট অফিসের যানবাহনের জন্য এই নির্দেশনা প্রযোজ্য হবে না বলে সিএমপির বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়েছে।

মহাসড়কে যানবাহনে তল্লাশীর বিষয়ে জানতে চাইলে হাইওয়ে পুলিশের বারআউলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, ‘উপরের নির্দেশনা অনুযায়ী আমরা এই বিশেষ অভিযান পরিচালনা করেছি। এতে কাউকে আটক কিংবা অবৈধ কোনো কিছু উদ্ধার করা হয়নি।

 

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print