
চট্টগ্রামের মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ( সাময়িক বরখাস্তকৃত) উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন চেয়ারম্যানকে সাদা পোষাকধারী পুলিশ পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার সময় নগরীর আকবরশাহ থানার কাছে সিডিএ (কর্ণেল হাট) তার বাসার নিচ থেকে তুলে নিয়ে গেছে।
তবে তাকে নিয়ে কোথায় রাখা হয়েছে এই বিষয়ে কিছু জানা যায়নি।
নূরুল আমিন চেয়ারম্যানকে আটকের সত্যতা স্বীকার করেছে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজাউল মাসুদ। তিনি বলেন, নূরুল আমীনের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে জেলা ডিবি ও মীরসরাইশ পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী নিজাম উদ্দিন জানান, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০টার সময় নুরুল আমিন চেয়ারম্যান বাসায় প্রবেশের সময় সাদা পোষাকে পুলিশ পরিচয় দেয়া কিছু লোক তাকে তুলে নিয়ে যায়। তবে আমরা খোঁজ নিতে চাইলে স্থানীয় আকবরশাহ থানা পুলিশ ও মীরসরাই থানা পুলিশ তাকে আটকের বিষয়ে খোলাসা করে কিছুই বলছেনা।
এনিয়ে তার পরিবার ও নেতাকর্মীরা চরম উৎকন্ঠায় রয়েছে। তিনি বিষয়টি বিএনপির হাইকমান্ডে অবহিত করা হয়েছে বলে জানান।