
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে দেড় লক্ষ টাকা মূল্যের ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জাকারিয়া (৩৫) নামের এক যুবককে আটক করেছে হাউওয়ে পুলিশ।
বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ জানায়, গোপন সংবাদের সূত্রে আজ শনিবার (১০ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭ টার সময় হাইওয়ে থানার এসআই মহিউদ্দিন এর নেতৃত্বে পুলিশ উপজেলার পাক্কা মসজিদ এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চেকপোষ্ট এর সামনে দিয়ে হেটে যাওয়ার সময় সন্দেহজনকভাবে জাকারিয়াকে জিগ্গাসাবাদ করলে সে জানায় তার পেটে ইয়াবা ট্যাবলেট আছে। পরে তাকে হাইওয়ে থানায় নিয়ে গিয়ে বিশেষ পদ্ধতিতে পায়ু পথে পেট থেকে কালো স্কসটেপ দিয়ে মোড়ানো ছোট ছোট ১০ টি প্যাকেট বের করা হয়। এতে মোট পাঁচশত পিস ইয়াবা পাওয়া যায়।
আটক জাকারিয়া কক্সবাজার জেলার, টেকনাফ থানার, হ্নীলা পশ্চিম পানখালী গ্রামের হোসেন মেম্বার বাড়ির আবুল হোসেনের পুত্র।
বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আহসান হাবীব বলেন, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে। তাকে মডেল থানায় হস্থান্তর করা হয়েছে।