ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রুই মাছের কোফতা কারি

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

রুই মাছের ঝোল আর ভুনা খেয়ে বিরক্ত? তাহলে প্রিয় পাঠক , তৈরি করে ফেলুন রুই মাছের কোফতা কারি । আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সহজেই রুই মাছের কোফতা কারি তৈরির রেসিপি । দেখে নিন তাহলে কি কি লাগছে আর কিভাবে তৈরি করবেন রুই মাছের কোফতা কারি।

উপকরণ

১. রুই মাছের বড় টুকরা- ৪ টি
২. পেঁয়াজ কুঁচি- ২ টেবিল চামচ
৩ .কাঁচা মরিছ-২/৩ টি
৪. লবণ- স্বাদ মতো
৫ .আদা গুঁড়া-চার ভাগের এক ভাগ
৬. হলুদ গুঁড়া- চার ভাগের এক ভাগ
৭. ধনিয়া গুঁড়া- চার ভাগের এক ভাগ
৮. গোলমরিচ গুঁড়া- সামান্য
৯. জিরা গুঁড়া- চার ভাগের এক ভাগ
১০. লাল মরিচের গুঁড়া- সামান্য
১১. ধনিয়া পাতা-২ টেবিল চামচ
১২. রসুন পেস্ট-১ চা চামচ
১৩. ডিম- ১ টি
১৪. লেবুর রস- ১ চা চামচ
১৫ .কর্ণফ্লাওয়ার- ১ টেবিল চামচ
১৬. টোস্ট বিস্কুটের গুঁড়া- ২ টেবিল চামচ
১৭ .পেঁয়াজ বাটা- ১ কাপ
১৮ .আদা বাটা- ১ চা চামচ
১৯. রসুন বাটা – ১ চা চামচ
২০. দারচিনি – ২/৩ টি .
২১. এলাচ- ২/৩ টি
২২. লবঙ্গ – ২/৩ টি
২৩. পেস্তা বাদাম পেস্ট- ১ টেবিল চামচ
২৪. টমেটো পিউরি – ১ কাপ
২৫. টক দই- হাফ কাপ
২৬. কাঁচা মরিচ- ৫/৬ টি
২৭. তেল- পরিমান মতো
২৮. পেঁয়াজ বেরেশ্তা – পরিমান মতো

প্রণালী

– প্রথমে রুই মাছ সামান্য হলুদ,মরিচের গুঁড়া , লবণ দিয়ে সেদ্ধ করে নিন । এরপর মাছ গুলোর তেলের অংশ বাদ দিয়ে ,কাঁটা বেছে , চামড়া ছাড়িয়ে মাছগুলো ভর্তা করে নিন ।

– অন্য একটি পাত্রে এবার পেঁয়াজ কুঁচি (পরিমান মতো ), ১ টা কাঁচা মরিচ কুঁচি, সামান্য লবণ, আদা গুঁড়া, হলুদ গুঁড়া, সামান্য গোলমরিচের গুঁড়া, জিরা গুঁড়া, সামান্য লাল মরিচের গুঁড়া, ধনিয়া পাতা, রসুন পেস্ট একসাথে ভালো করে মেখে নিন। এর সাথে আগেই ভর্তা করে রাখা রুই মাছ দিন। এখন যোগ করুন ডিম, বিস্কুটের গুঁড়া, লেবুর রস। আবার সবকিছু একসাথে মাখুন । সবশেষে কর্ণফ্লাওয়ার দিয়ে আবার মেখে নিন ।

– এখন মাছের এই মিশ্রণটি থেকে গোল গোল মিডিয়াম আকারের বল তৈরি করুন । চুলায় একটি প্যান দিন এবং পরিমান মতো তেল গরম করুন বলগুলো ভাজার জন্য । মিডিয়াম আঁচে রুই মাছের বলগুলো বাদামী হওয়া পর্যন্ত ভাজুন । ভাজা শেষে বলগুলো আলাদা পাত্রে উঠিয়ে রাখুন ।

– এরপর আরেকটি পাত্রে হাফ কাপের মতো তেল দিয়ে গরম করুন । পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিন এতে। এখন টক দই, মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়া দিয়ে মশলা কষাতে থাকুন এবং স্বাদ মতো লবণ দিন। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এতে পেস্তা বাদাম পেস্ট এবং টমেটো পিউরি দিন এবং নাড়তে থাকুন। এখন এলাচ, লবঙ্গ, দারচিনি কষানো হয়ে গেলে আগেই ভেজে রাখা মাছের বলগুলো এতে দিয়ে দিন। পেঁয়াজ বেরেশ্তা দিয়ে নাড়ুন আবার। পানি দিন ২ কাপের মতো এই কষানো মশলাতে। এখন ধনিয়া পাতা কুঁচি, কাঁচা মরিচ দিয়ে কম আঁচে রান্না করুন প্রায় ১০ মিনিট। মাঝে মাঝে নেড়ে দিতে হবে কোফতা গুলোতে মশলা ঠিক মতো ঢোকে।

– ১০ মিনিট পর দেখবেন কোফতা একটু মাখা মাখা হয়েছে , লবণ হয়েছে কিনা চেক করে নামিয়ে ফেলুন।

– অন্য একটি পাত্রে গরম গরম কোফতার উপরে সামান্য বেরেশ্তা , ধনিয়া পাতা দিয়ে সাজিয়ে ভাত/ পোলাও এর সাথে পরিবেশন করুন।

ছবি – পিন্টারেস্ট ডট কম

রেসিপি – তাবাসসুম বিন্তি

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print