t অস্ত্র সরবরাহকারী ভোলাসহ ৩ জন ৩ দিনের রিমাণ্ডে – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

অস্ত্র সরবরাহকারী ভোলাসহ ৩ জন ৩ দিনের রিমাণ্ডে

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

CTG VULA-
মিতু হত্যায় গ্রেফতার হওয়া মনিরের সাথে ভোলা।

এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় গ্রেফতারকৃত স্বেচ্ছাসেবক লীগ নেতা ও অস্ত্র সরবরাহকারী এহতেশামুল হক ভোলা, সাঈদুল ইসলাম প্রকাশ সাকু এবং শাহজাহানকে ৩ দিনের রিমা-ে নিয়েছে পুলিশ।

রবিববার বিকালে চট্টগ্রাম মহানগর হাকিম হারুন অর রশিদ তাদের তিনদিনের রিমা- মঞ্জুর করেন। এর আগে মিতু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমা-ের আবেদন জানায়।

সিএমপি’র অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, ভোলাসহ ৩জনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমা-ের আবেদন জানিয়েছিলেন তদন্তকারী কর্মকর্তা। আজ শুনানি শেষে আদালত ৩ জনকে তিনদিন রিমা- মঞ্জুর করেছেন।

উল্লেখ্য গত ৫ জুন সকালে নগরীর জিইসি এলাকার ও আর নিজাম রোডের বাসা থেকে বেরিয়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে মিতুকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দুইদিন পর বাবুল আক্তার নিজে বাদি হয়ে পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন।
হত্যাকা-ের ২১ দিন পর ২৬ জুন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার সংবাদ ব্রিফিংয়ে জানান, মুছার নেতৃত্বে মাহমুদা হত্যাকা- ঘটে। এতে ৭-৮ জন অংশ নেন।

হত্যা মামলায় গ্রেফতার হওয়া দুই আসামি ওয়াসিম ও আনোয়ার ২৬ জুন চট্টগ্রাম আদালতে জবানবন্দি দেন। এতে তাঁরা উল্লেখ করেন, হত্যাকা-ে ওয়াসিম, আনোয়ার, মো. রাশেদ, নবী, মো. শাহজাহান, কামরুল সিকদার ওরফে মুছা ও মো. কালু অংশ নেন। তাঁদের মধ্যে হত্যাকা-ে ব্যবহৃত মোটরসাইকেলে ছিলেন ওয়াসিম, মুছা ও নবী। মাহমুদাকে ছুরিকাঘাত করেন নবী। ভোলা অস্ত্র সরবরাহ করেন। জবানবন্দিতে হাটহাজারী থেকে গ্রেফতার হওয়া মাজারের খাদেম আবু নছরের নাম আসেনি।

এদিকে পুলিশের অনুসন্ধানে মিতু হত্যাকা-ে ব্যবহৃত অস্ত্র নগরীর বক্সিরহাট স্বোচ্ছাসেবক লীগ নেতা এহতেশামুল হক ভোলা সরবরাহ করেছিল বলে তথ্য পেয়ে পুলিশ তাকে আটক করে। পরে ২৮ জুন ভোলাকে গ্রেফতারের কথা পুলিশ স্বীকার করে। এর আগে ২৪ জুন শাহজাহান ও সাকুকে গ্রেফতারের কথা জানায় পুলিশ।

পুলিশ দাবী করেন, শাহজাহান মিতুর কিলিং মিশনে অংশ নিয়েছিল এবং সাকু হত্যাকাণ্ডে জড়িত মুছার ভাই। তবে পরিবারের পক্ষ থেকে মুছাকে পুলিশ আটক করলেও পুলিশ দাবী করছে তারা মুছাকে আটক করেনি।

আসামিদের মধ্যে নবী ও রাশেদ ৫ জুলাই ভোরে রাঙ্গুনিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print