
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার মিয়াখাননগর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি কলোনীর অন্তত দুই শতাধিক বস্তিঘর পুড়ে গেছে। আজ সোমবার ভোর পাঁচটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায় নি। আগুনে প্রায় ২০ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কামাল উদ্দিন চৌধুরী জানান, ভোরের দিকে বৈদুতিক শর্ট সার্কিট থেকে মিয়াখান নগর এলাকায় আগুনের সুত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিেেসর সহকারী লামারবাজার, চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার স্টেশনের আটটি গাড়ি গিয়ে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসেঅ তার আগেই তিনটি কলোনির ২০৭টি কাঁচা ও সেমিপাকা ঘর পুড়ে গেছে।
এর মধ্যে জমির খানের মালিকানাধীন ৬২ কক্ষের সেমিপাকা ঘর, নূর মোহাম্মদের মালিকানাধীন ৭৫ কক্ষের কাঁচা ও মো. হারুনের ৭০ কক্ষের সেমিপাকা কলোনির ভাড়াঘর পুড়ে গেছে।
স্থানীয়রা জানান বাকলিয়া মিয়াখান নগরের আলাদা তিনটি কলোনীর আড়াইশ বস্তিঘর পুড়ে গেছে। এতে অন্তত ২০ লাখ টাকার বেশী ক্ষয়ক্ষতি হবে। তবে কামাল উদ্দিন চৌধুরী বলেন, আগুনে দশলক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।